Thursday, November 21, 2024
HomeBreakingMohammad Azharuddin-কে সমন ইডি'র, কেন জানেন?

Mohammad Azharuddin-কে সমন ইডি’র, কেন জানেন?

আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) বিরুদ্ধে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরুপের ঘটনায় তাঁর নাম সামনে এসেছে।

কী জানা গিয়েছে?

জানা গিয়েছে, ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তাঁকে সমন পাঠানো হয়েছে। বৃহস্পতিবারই আজহারউদ্দিনকে হাজিরা দিতে হবে।

এর আগে আজহারউদ্দিন এইচসিএ-র সভাপতি ছিলেন। সে সময়ে তিনি সংস্থার তহবিলের টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ ওঠে। তবে এই প্রথমবার তাঁকে সমন পাঠাল ইডি।

আরও পড়ুন: India vs Bangladesh: মাত্র আড়াই দিনেই ভারতের কাছে ধূলিস্যাৎ বাংলাদেশ!

প্রসঙ্গত, প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে আজহারের (Mohammad Azharuddin) বিরুদ্ধে। অগ্নিনির্বাপণ যন্ত্র কেনা থেকে শুরু করে ডিজেল জেনারেটর এবং উপ্পলের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের ক্যানোপি কেনার জন্য ওই টাকা বরাদ্দ ছিল। সেই টাকারই হদিশ নেই বলে অভিযোগ।

এর আগে, ২০২৩ সালে এই মামলার তদন্তে তেলঙ্গানার ৯ জায়গায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সেই তল্লাশিতে কিছু নথি, ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয় বলে জানা যায়। বাজেয়াপ্ত করা হয় ১০.৩৯ লক্ষ টাকা।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular