Sunday, February 16, 2025
HomeBadmintonLakshya Sen stuns World Badminton champion লক্ষ্য সেনের চমক, বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন...

Lakshya Sen stuns World Badminton champion লক্ষ্য সেনের চমক, বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে

Lakshya Sen stuns World Badminton champion লক্ষ্য সেনের চমক বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে

ইন্ডিয়া নিউজ বাংলা : ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে প্রথমবারেই বাজিমাত লক্ষণ সেনের ফাইনালে সরাসরি সেটে জিতে চ্যাম্পিয়ন লক্ষ্য সেন ম্যাচের ফল ২৪-২২, ২১-১৭।

রবিবার নয়া দিল্লির কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত পুরুষ সিঙ্গলস ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন লো কিয়েন ইয়েউকে নিজের স্বাভাবিক ছন্দে খেলতে দেননি লক্ষ্য। উত্তরাখন্ড থেকে উঠে আসা প্রতিশ্রুতিমান শাটলার রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতার পর ২৪-২২ ব্যবধানে প্রথম গেম পকেটে পোড়েন। ফাইনালে পিছিয়ে পড়ার পর আরও চাপে পড়ে গিয়েছিলেন লো। দ্বিতীয় গেমে সমানে সমানে টক্কর দেওয়ার  চেষ্টা করলেও লক্ষ্য, তার লিড ধরে রাখেন। ফাইনালের প্রথম থেকেই ধারাবাহিক ও পরিকল্পনা করে খেলার ফল পেয়েছেন লক্ষ্য।  ২১-১৭ ব্যবধানে দ্বিতীয় গেম দখল করে ২০২২ ইন্ডিয়া ওপেন পুরুষ সিঙ্গলস চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

এই প্রথমবার বিডব্লুএফ সুপার ৫০০ প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন লক্ষ্য। কুড়ি বছরের ভারতীয় শাটলার হাইভোল্টেজ ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে স্ট্রেট সেটে হারিয়ে নতুন বছরের শুরুটা দুর্দান্ত করেছেন।

এদিনই ইন্ডিয়া ওপেনের পুরুষ ডাবলস ফাইনালে বিশ্বের দুই নম্বর ইন্দোনেশীয় জুটিকে হারিয়ে ট্রফি জিতেছেন ভারতের সাত্ত্বিকরাজ – চিরাগ জুটি। পুরুষ সিঙ্গলস, ডাবলসে সাফল্য এলেও ইন্ডিয়া ওপেনের মহিলা সিঙ্গলসে শিরোপা জিততে পারেননি সিন্ধু, সাইনারা। দুইবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছিলেন।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular