Tuesday, September 17, 2024
HomeখেলাLakshya Sen : 'পরবর্তী অলিম্পিক্সে ফাইনালে যাবেন লক্ষ্য', প্রশংসা অ্যাক্সেলসেনের

Lakshya Sen : ‘পরবর্তী অলিম্পিক্সে ফাইনালে যাবেন লক্ষ্য’, প্রশংসা অ্যাক্সেলসেনের

প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টন সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হার মানলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে ২০-২২, ১৪-২১ গেমে হেরে যান তিনি। তবে অ্যাক্সেলসেন মনে করেন আগামী অলিম্পিক্সে পদক জিতবেন লক্ষ্য় সেনই। সোমবারই ব্রোঞ্জের লড়াইয়ে নামছেন লক্ষ্য।

ম্যাচ শেষে লক্ষ্য (Lakshya Sen) বলেন, ‘আমার আরও সতর্ক থাকার প্রয়োজন ছিল। দুটো গেমেই এগিয়েছিলাম কিন্তু শেষরক্ষা করতে পারলাম না। তবে এই ম্যাচ থেকে ভাল একটা শিক্ষা পেলাম।’ তিনি আরও বলেন, ‘এই ম্যাচ নিয়ে আর ভাবতে চাই না। সোমবারই ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে নামতে হবে।’

আরও পড়ুন : Paris Olympics 2024 : মনু-সরবজোতের ব্রোঞ্জ জয়ে উচ্ছ্বসিত সমগ্র দেশবাসী

এদিকে লক্ষ্যর পদক জেতার আশা এখনও জিইয়ে থাকলেও শেষ হয়ে যায় লাভলিনার যাত্রা। লড়াইয়ে ইতি টানেন বক্সিংয়ে টোকিয়োয় ব্রোঞ্জজয়ী লাভলিনা বরগোঁহাই।নিখাত জারিন ও লাভলিনা ছিলেন এবারের সবচেয়ে বড় আশা। কিন্তু নিখাত আগেই বিদায় নেন। আর এবার বিদায় নিলেন লাভলিনা।

রবিবার চিনের লি কিয়ানের বিরুদ্ধে হারেন লাভলিনা। এর আগে ২০২৩ বিশ্বচ্যাম্পিয়নশিপে লি-কে হারিয়ে সোনা জিতেছিলেন তিনি। রবিবার হেরে গিয়ে লাভলিনা বলেন, ‘দেশবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। পারলাম না। চেষ্টা করব আরও তৈরি হয়ে ফিরে আসার।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular