Saturday, November 23, 2024
HomeখেলাINDIAN CRICKETKohli's comments not true, Finally BCCI chief selector clear confusion কোহলির বক্তব্য সঠিক...

Kohli’s comments not true, Finally BCCI chief selector clear confusion কোহলির বক্তব্য সঠিক নয় বললেন চেতন শর্মা, দক্ষিণ আফ্রিকা একদিনের দলের নেতৃত্বে কে এল রাহুল

সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা : বিরাট কোহলির বক্তব্যকে খণ্ডন করে জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা বলে দিলেন বিরাট কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তে বারণ করা হয়েছিল । যেহেতু তার ঠিক পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসর ছিল তাই বিরাট কোহলিকে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তে বারণ করেছিল বোর্ড এবং নির্বাচকরা। অর্থাৎ কোহলির বক্তব্য যে, তাঁকে কেউ নেতৃত্ব ছাড়তে বারণ করেননি তা মিথ্যা প্রমাণিত হয়ে গেল নির্বাচক প্রধান চেতন শর্মা সাংবাদিক সম্মেলনে। একইভাবে চেতন শর্মা বলেছেন যেহেতু বিশ্বকাপ আসন্ন ছিল তাই বিরাট কোহলিকে তখনই সাদা বলের ক্রিকেট দলের নেতৃত্ব থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হবে, এটা বলার সময় ছিল না।

Kohli’s comments not true, Finally BCCI chief selector clear confusion কোহলির বক্তব্য সঠিক নয় বললেন চেতন শর্মা

নির্বাচক কমিটি যখন টেস্ট দল বাছাই করতে বসেছিলেন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য, তখনই বিরাট কোহলির সঙ্গে কথা বলে নেন চেতন শর্মা। বিরাট কোহলিকে পরিষ্কার বলে দেওয়া হয় নির্বাচকরা সাদা বলের ক্রিকেটে একজন‌ই অধিনায়ক চাইছেন। তাই মাত্র দেড় ঘণ্টা আগে জানানোর কথা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে অযথা জলঘোলা হচ্ছে, বলে দিলেন চেতন।
নির্বাচক কমিটি যখন সিদ্ধান্ত নেবে তখনই জানিয়ে দেওয়া হয় সেই সব সিদ্ধান্ত।
তাই কতটা আগে জানানো হল সেটা বড় কথা নয়।
যদিও চেতন বলেন এই নিয়ে অযথা বিতর্ক ঠিক নয় কারণ বিরাট কোহলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ভারতীয় ক্রিকেটের।

এদিকে দক্ষিণ আফ্রিকায় একদিনের দলের নেতৃত্ব দেবেন কে এল রাহুল, কারণ ঘোষিত অধিনায়ক রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে এখনও সুস্থ হননি। তাই সহ-অধিনায়ক রাহুলকেই অধিনায়ক বেছে নেওয়া হল।

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular