Sunday, November 24, 2024
HomeখেলাINDIAN CRICKETKohli target Dravid-Ganguly এবার লক্ষ্য দ্রাবিড়-গাঙ্গুলি, বড় মাইলফলকের  সামনে কোহলি

Kohli target Dravid-Ganguly এবার লক্ষ্য দ্রাবিড়-গাঙ্গুলি, বড় মাইলফলকের  সামনে কোহলি

Kohli target Dravid-Ganguly এবার লক্ষ্য দ্রাবিড়-গাঙ্গুলি, বড় মাইলফলকের  সামনে কোহলি

ইন্ডিয়া নিউজ বাংলা : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজে স্বমহিমায় ফিরতে প্রস্তুত তিনি। বিরাট কোহলি একটি বিশেষ মাইলফলকে পৌঁছতে পারবেন এই সিরিজে।

বিরাট কোহলি যদি আসন্ন ওডিআই সিরিজে মোট ৯১ রান করতে সক্ষম হন, তাহলে তিনি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা তৃতীয় ক্রিকেটার হয়ে উঠবেন। মাত্র ২৬ রান করলেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে দেবেন তিনি।

বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ টি ওয়ানডেতে ১২৮৭ রান করেছেন, যার মধ্যে ৪ টি শতরান এবং ৬ টি হাফ-সেঞ্চুরিও রয়েছে। বিরাট খুব তাড়াতাড়িই সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যেতে পারেন, যারা যথাক্রমে ১৩১৩ এবং ১৩০৯ রান করেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ান ডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটি কিংবদন্তি সচিন তেন্ডুলকারের নামে রয়েছে। দুই নম্বরে আছেন প্রোটিয়া দলের প্রাক্তন অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

নিচে সম্পূর্ণ তালিকাটি :
সচিন তেন্ডুলকার – ২০০১ রান
জ্যাক ক্যালিস – ১৫৩৫ রান
গ্যারি কার্স্টেন – ১৩৭৭ রান
এবি ডিভিলিয়ার্স – ১৩১৩ রান
সৌরভ গাঙ্গুলি – ১৩১৩ রান
রাহুল দ্রাবিড় – ১৩০৯ রান
বিরাট কোহলি – ১২৮৭ রান
মহম্মদ আজহারউদ্দিন- ১১০৯ রান

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular