Wednesday, December 18, 2024
HomeখেলাINDIAN CRICKETKirmani bats for Wriddhiman  ঋদ্ধিমানকে নিরাশ না হওয়ার পরামর্শ  কিরমানির, টি-২০ ফর্ম্যাটকে...

Kirmani bats for Wriddhiman  ঋদ্ধিমানকে নিরাশ না হওয়ার পরামর্শ  কিরমানির, টি-২০ ফর্ম্যাটকে তুলোধোনা ভারতের প্রাক্তন উইকেটরক্ষকের 

কৌশিক বোস, ইন্ডিয়া নিউজ বাংলা,পশ্চিম বর্ধমান:  ঋদ্ধিমান সাহা নিয়ে সম্প্রতি তৈরি  হওয়া বিতর্ক প্রসঙ্গে তিনি জানান যে এই মুহুর্তে কঠিন প্রতিযোগিতা চলছে। ঋষভ পন্থ, কে এল রাহুল , ইশান কিষান , সঞ্জু স্যামসান সহ একাধিক ভাল উইকেটরক্ষকের সঙ্গে প্রতিযোগিতা করেই ঋদ্ধিমানকে টিকে থাকতে হবে। ঋদ্ধিমানকে নিরাশ না হওয়ার পরামর্শ দিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন কিরমানি।

Kirmani bats for Wriddhiman

তিনি জানান যে চুড়ান্ত ফর্ম থাকাকালীন তিন বার জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তারপর আবার পারফর্মেন্সের জোরেই দলে ফিরে এসেছেন , ঋদ্ধিমানও প্রতিভাবান , নিশ্চয়ই ফিরে আসবে বলে মন্তব্য দেশের সর্বকালের অন‍্যতম সেরা উইকেট রক্ষকের।

Kirmani bats for Wriddhiman  ঋদ্ধিমানকে নিরাশ না হওয়ার পরামর্শ  কিরমানির, টি-২০ ফর্ম্যাটকে তুলোধোনা ভারতের প্রাক্তন উইকেট রক্ষকের 

“টি টোয়েন্টি ফর্ম্যাট কখনই সোনালী সময় নয় , এটা পয়সা বানানোর সময়”, দুর্গাপুরে এসে ভারতের সর্বকালের সেরা উইকেট রক্ষক সৈয়দ কিরমানির এমনই মন্তব্য। কার্যত ক্রিকেটের এই মারকাটারি ফর্ম্যাট কে কটাক্ষই করলেন সৈয়দ কিরমানি। তিনি আরও বলেন যে আমাদের প্রজন্মের কোন ক্রিকেটারের আপশোষ নেই যে তারা টি-টোয়েন্টি ফর্ম্যাট খেলতে পারেনি। ” আমরা দেশের হয়ে খেলতাম , নিজেদের ক্ষমতার জোরে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছি। আমাদের কেউ বলেনি ক্রিকেট খেলতে। আমাদের সময় কোন কোচ ছিলনা, ভিডিও এ্যানালিস্ট ছিল না , ডাক্তার ছিল না, একে অপরকে দেখে শিখতাম আর মনের আনন্দে ক্রিকেট খেলতাম। তাই ওটাই ছিল সোনালী সময়”। প্রায় এক নি:শ্বাসে এভাবেই বর্তমান ও অতীত প্রজন্মের মধ্যে তুলনা টানলেন প্রাক্তন উইকেট রক্ষক।

নিজের সময়ের কথা বলতে গিয়ে কিরমানি আরও বলেন যে আমি টিমে সবচেয়ে জুনিয়ার ছিলাম। বড়রা বলত , যাও উইকেটের পেছনে গিয়ে বল ধর। কর্কেট বল , হাতে চোট লাগবে , তাই দুটো ইঁট দু হাতে ধরে উইকেটের পেছনে দাঁড়াতে দাঁড়াতে একদিন উইকেট কিপার হয়ে গেলাম, হাসতে হাসতে বললেন দেশের সেরা উইকেট রক্ষক।

তাঁদের সময়ে ভারতীয় বোর্ড গরীব ছিল , শুধু একজন ম্যানেজার টিমের সঙ্গে  থাকতেন , যিনি হোটেল আর ফ্লাইটের টিকিট ব্যবস্থা করতেন। এখন তো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারত, মূল্যায়ন সৈয়দ কিরমানির।

এক বেসরকারী সংস্থার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হয়ে এদিন ঝটিকা সফরে শহরে এসেছিলেন সৈয়দ কিরমানি।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular