Kapil,Dhoni,Ganguly better than Kohli: Manjrekar বিরাট সেরা অধিনায়ক নন এগিয়ে ৪ কিংবদন্তি, শাস্ত্রীকে খোঁচা মঞ্জরেকরের
ইন্ডিয়া নিউজ বাংলা: বিরাট কোহলি ভারতের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক নন। বিস্ফোরক স্বীকারোক্তি প্রাক্তন ক্রিকেটার সঞ্জায় মঞ্জরেকরের। মঞ্জরেকর বলেছেন বিরাট কোহলির অধিনায়কত্বে দেখতে ভালো লাগে, কিন্তু অধিনায়কত্বের সব গুণ তার মধ্যে নেই। আর এই কথা বলে রবি শাস্ত্রীকে কি খোঁচা দিলেন মঞ্জরেকর?
মঞ্জরেকর পরিষ্কার বলেছেন বিরাটের থেকে এগিয়ে থাকবে আরো চার ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার। এরা হলেন কপিল দেব, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলি ও এমএস ধোনি
কপিল দেব বিশ্বকাপ এনে দিয়েছেন দেশকে এবং হীনমন্যতা থেকে বের করতে সাহায্য করেছিলেন। তিনি বিরাটের থেকে এগিয়ে থাকবেন। সুনীল গাভাস্কার একই কাজ করেছিলেন তাই তিনিও বিরাটের থেকে ভালো নেতা। এম এস ধোনি সবকিছু জিতেছেন। তার কোন তুলনা হয় না। বিরাট ধোনির থেকে অনেক পিছিয়ে। সৌরভ গাঙ্গুলিও বিরাট কোহলির থেকে অনেক এগিয়ে। ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারি থেকে ভারতীয় ক্রিকেটকে নতুন করে সংগঠিত করে গড়ে তুলেছিলেন।
এরা সবাই অনেক ভালো নেতা বিরাট কোহলির থেকে। ভারতীয় ক্রিকেটের ভালো সময় মাত্র দশ বছর আগে শুরু হয়নি। এটা মনে রাখতে হবে এই কিংবদন্তীরা আরো আগে এর ভিত গড়ে দিয়েছিলেন, পরিষ্কার বলে দিলেন মঞ্জরেকর।
Published by Samyajit Ghosh