সাম্যজিৎ ঘোষ,ইন্ডিয়া নিউজ বাংলা,হ্যামিলটন:
Jhulan Goswami 1st ever Bowler To Milestone
ফের নজির গড়লেন ঝুলন গোস্বামী। বাংলা ও ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী ইতিহাসের প্রথম বোলার যিনি মহিলাদের ওয়ানডেতে এই মাইলফলকে পৌঁছে গেলেন ৷
বুধবার ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী ইতিহাসের প্রথম বোলার হলেন, যিনি মহিলাদের ওয়ানডেতে ২৫০ উইকেট পূর্ণ করেছেন। ঝুলন, তার কৃতিত্ব ১৯৯ ওডিআই ম্যাচে খেলে অর্জন করেছেন।
মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে আইসিসি মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিং করার সময় এই কৃতিত্ব অর্জন করেন ঝুলন। ইংল্যান্ডের ট্যামি বিউমন্থকে আউট করে সঙ্গে সঙ্গেই বিশ্ববরেকর্ডে পৌঁছে যান ।
Jhulan Goswami 1st ever Bowler To Milestone
ভারতের অভিজ্ঞ এই খেলোয়াড় ইতিমধ্যেই মহিলাদের ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ক্যাথরিন ফিটজপ্যাট্রিক মহিলাদের ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, তার নামে ১৮০ উইকেট রয়েছে।
Jhulan Goswami traps Tammy Beaumont in front for 1 to pick up her 250th ODI wicket ?#CWC22 pic.twitter.com/8039vCbFBN
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 16, 2022
Published by Samyajit Ghosh