আজ আইপিএল ফাইনালে (IPL Final) মুখোমুখি কলকাতা এবং হায়দরাবাদ। আজ এই মেগা ম্যাচকে কেন্দ্র করে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ। শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স নাকি প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ, কে হাসবে শেষ হাসি তা তো ম্যাচে শেষেই জানা যাবে, তবে তার আগে জেনে নেওয়া যাক কখন, কীভাবে ও কোথায় দেখা যাবে আইপিএলে KKR vs SRH ফাইনাল ম্যাচটি।
কোথায়, কখন দেখা যাবে IPL Final?
- ২৬ মে রবিবার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
- চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ফাইনাল (IPL Final) ম্যাচটি হতে চলেছে।
- সন্ধ্যা ৭টা নাগাদ টস হবে এবং সাড়ে সাতটা নাগাদ ম্যাচটি শুরু হবে।
- ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখা যাবে লাইভ স্ট্রিমিং।
উল্লেখ্য, আইপিএলের (IPL Final) ইতিহাসে এ যাবৎ মোট ২৭ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এর মধ্যে কেকেআর জয়ী হয়েছে ১৭টি ম্যাচে। আর সানরাইজার্স জয় পায় ৯ ম্যাচে।
চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয় বার মুখোমুখি হতে চলেছে KKR এবং SRH. কেকেআরের এবারের লক্ষ্য তৃতীয়তম ট্রফি। অন্যদিকে, হায়দরাবাদ শিবিরে দ্বিতীয় ট্রফি নিয়ে আসার লক্ষ্যে আজ মাঠে নামবে।