সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা:SRH vs RR দল হারলেও ভক্তদের পাগল করলেন সানরাইজার্স মালকিন, নেট দুনিয়ায় ঝড় তুললেন। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ দল ভক্তদের হতাশ করলেও ভক্তদের আবারও পাগল করে দিয়েছেন দলের সহ মালকিন কাব্য মারান।
মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচ খেলেছে। এই ম্যাচে হায়দরাবাদের পরাজয়ে ভক্তরা হতাশ হতে পারেন, কিন্তু দলের মালকিন কাব্য মারানকে (Kavya Maran) দেখে তাদের হতাশা নিশ্চয়ই ঠান্ডা হয়ে গেছে। দলের মালকিন, কাব্য তার দলকে উৎসাহ দিতে স্টেডিয়ামে এসেছিলেন। ম্যাচে, যখন রোমারিও শেফার্ড রাজস্থান ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউট করেন, তখন কাব্যের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। কাব্য মারান তার চেয়ার থেকে উঠে মুচকি হেসে হাততালি দিতে থাকেন।
![](http://indianewsbangla.com/wp-content/uploads/2022/03/srh-kavya.jpeg)
এতেই উদ্বেল হয়ে যায় নেট দুনিয়া। তার প্রতিক্রিয়ার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। দলের হারের চেয়েও শিরোনাম কুড়াতে দেখা যায় দলের মালকিনকে।
কাব্য আইপিএল ২০২২ মেগা নিলামেও এসেছিলেন, যার পরে তাকে প্রতিদিন লাইমলাইটে দেখা যায়
IPL 2022: SRH vs RR
The biggest reason for many to watch today's match! #KaviyaMaran ??
.#SRHvsRR #IPL2022 pic.twitter.com/eW28n1p5Jv— Nirmal K ?? (@nirmal_indian) March 29, 2022
Published by Samyajit Ghosh