সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা: IPL 2022: RR vs LSG: রবিবার সন্ধ্যায় রাজস্থান রয়্যালস (RR) এবং লখনউ সুপার জায়েন্টস (LSG) মধ্যে ২০ নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলই এই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইবে।
![](http://indianewsbangla.com/wp-content/uploads/2022/04/0i7hhj6g_jos-buttler-bcciipl_625x300_02_April_22-2.jpg)
এই ম্যাচে রাজস্থান ও লখনউয়ের দলে পরিবর্তন আসতে পারে। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের আগমনে অনেক দল শক্তিশালী হয়েছে। লখনউ দলেও একটি পরিবর্তন দেখা যেতে পারে। মার্কাস স্টইনিস এই ম্যাচে লখনউয়ের হয়ে খেলতে পারবেন। রাজস্থান দল এই টুর্নামেন্টের অন্যতম ভারসাম্যপূর্ণ দল, কিন্তু সঞ্জু স্যামসনের দলে নেই কোনও ভাল অলরাউন্ডার। এই ঘাটতি কাটিয়ে উঠতে জেমস নিশামকে এই ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে।
![](http://indianewsbangla.com/wp-content/uploads/2022/04/28badoni-lead-2.jpg)
রাজস্থান রয়্যালস, সম্ভাব্য দল;
জস বাটলার, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কল, সঞ্জু স্যামসন (c & wk), শিমরন হেটমায়ার, জেমস নিশাম, রবিচন্দ্রন অশ্বিন, নবদীপ সাইনি, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল
লখনৌ সুপার জায়ান্টস, সম্ভাব্য দল;
কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), এভিন লুইস / মার্কাস স্টোইনিস, দীপক হুদা, আয়ুষ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণোই, আবেশ খান
Published by Samyajit Ghosh