সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা IPL 2022: Punjab can be Kings: Gavaskar আইপিএলের এবারের আসরে বাজিমাত করতে পারে কখনও চ্যাম্পিয়ন না হওয়া পাঞ্জাব কিংস- এমনটাই মনে করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, দলে কোনও “ইমপ্যাক্ট ক্রিকেটার” না থাকাই পাঞ্জাবের জন্য বড় সুবিধা।
![](http://indianewsbangla.com/wp-content/uploads/2022/03/gavaskar.jpeg)
গাভাস্কার বলেছেন, ‘পাঞ্জাব কিংস সেই দলগুলোর একটি যারা এখনও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। আমি মনে করি এবার তাদের দলে কোনো ইমপ্যাক্ট ক্রিকেটার নেই। তবে এটিই দলের বড় উপকার করতে পারে।’
এর কারণ ব্যাখ্যা করে ভারতের প্রাক্তন অধিনায়ক আরও যোগ করেন, ‘যখন কারও ওপর প্রত্যাশা অনেক কম থাকে, তখন চাপটাও অনেক কম থাকে। আর চাপ কম থাকলেই খেলোয়াড়রা মন খুলে নিজেদের মতো করে খেলাটা খেলতে পারে।’
IPL 2022: Punjab can be Kings: Gavaskar
পাঞ্জাব কিংস এবার চমক দেখাতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এই দিক থেকে আমার মতে, পাঞ্জাব কিংস এবার অনেক দলকে চমকে দিতে পারে। তারা শিরোপা জিতবে কি না সে বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি না। কারণ এটি টি-টোয়েন্টি ফরম্যাট এবং এখানে জয়ের ধারাবাহিকতা রাখতেতে হয়।’
এবারের আইপিএলে পাঞ্জাবের অধিনায়কত্ব করবেন মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া দলে আছেন শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, কাগিসো রাবাদা, লিয়াম লিভিংস্টোনের মতো খেলোয়াড়রা।
Published by Samyajit Ghosh