সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা: IPL 2022: GT vs LSG আইপিএলের ‘অনেক নতুনের’ একটি ম্যাচ হয়েছে সোমবার। টুর্নামেন্টের নতুন দুই দল গুজরাট টাইটান্স আর লখনৌ সুপার জায়ান্টস নেমেছে মুখোমুখি লড়াইয়ে।
যে লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অর্থাৎ লোকেশ রাহুলের লখনৌ প্রথমে ব্যাটিং করে।
আইপিএলে প্রথমবারের মতো পান্ডিয়া ভাতৃদ্বয়কে দেখা যাবে মুখোমুখি লড়তে। এর আগে দুজনই খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এখন হার্দিক পান্ডিয়া গুজরাটের অধিনায়ক, ক্রুনাল পান্ডিয়া খেলছেন লখনৌর হয়ে।
এছাড়া আইপিএলে প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের বাইরে খেলতে দেখা যাবে আফগান লেগস্পিনার রশিদ খানকে। নতুন দল গুজরাট টাইটান্সের সহ-অধিনায়কও তিনি।
প্রথম ম্যাচে গুজরাট দলে নেই বাংলার বিকেট রক্ষক ঋদ্ধিমান সাহা।
গুজরাট একাদশ
শুভমান গিল, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেয়াতিয়া, রশিদ খান, বরুন অরুন, লুকি ফার্গুসন, মোহাম্মদ শামি।
লখনৌ একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এভিন লুইস, মনিশ পান্ডে, দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, মহসিন খান, আয়ুশ বাদোনি, দুশমন্ত চামিরা, রবি বিষ্ণুই, আভেশ খান।
Published by Samyajit Ghosh