প্যারিস অলিম্পিক্সে মঙ্গলবার রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। কিউবার গুজম্যানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেনিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে সোনার পদকের স্বপ্ন দেখতে শুরু করেছিল দেশবাসীও। কিন্তু শেষবেলায়, বুধের সকালে উড়ে এল খারাপ খবর। ওজন বেশি হওয়ার জন্য অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ভিনেশ।
কী জানা যাচ্ছে?
জানা গিয়েছে, মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভিনেশ। কিন্তু এদিন ওজন নেওয়ার সময়ে দেখা যায়, একশো গ্রাম ওজন বেশি রয়েছে তাঁর। নিয়ম অনুযায়ী, অ্যাথলিটদের ইভেন্টের ২ দিনই একই ওজন থাকতে হয়। সূত্রের খবর, ভিনেশ ফোগাটের ১০০ গ্রাম ওজন বেড়ে গিয়েছে। আর তাই তাঁকে অলিম্পিক থেকে ছেঁটে ফেলা হয়েছে।
আরও পড়ুন : Lakshya Sen : ‘পরবর্তী অলিম্পিক্সে ফাইনালে যাবেন লক্ষ্য’, প্রশংসা অ্যাক্সেলসেনের
ভিনেশ এই ওজন ঝরানোর জন্যে অতিরিক্ত কিছুটা সময় চেয়েছিলেন। কিন্তু তা তাঁকে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তিনি কোনও পদকই পাবেন না বলে জানা যাচ্ছে। গতকাল নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে সারারাত জল না খেয়েছিলেন ভিনেশ। এমতাবস্থায় হাসপাতালে ভরতি ভিনেশ।