সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা: Imran gone,Ramiz may be next শনিবার রাতে পাকিস্তানের জাতীয় পরিষদে ক্ষমতার পালাবদল হয়েছে। ইমরান খানের সরকারকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হয়ে হারতে হয়েছে। সরকার বাঁচাতে পারেননি তিনি। পাকিস্তানের ইতিহাসে ইমরানই প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা প্রস্তাবে হেরে সরকার হারালেন।
নিজের চেয়ার ছাড়ার পর এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজার ভবিষ্যৎ সংকটে। রমিজকে ইমরান খানের ঘনিষ্ঠ মনে করা হয়। পাক বোর্ড প্রধানের চেয়ারম্যান ইমরানই রামিজকে বসিয়ে ছিলেন। এমন পরিস্থিতিতে খবরটি যদি সত্যি হয়, তাহলে পিসিবি প্রধান, রামিজ তার পদ থেকে ইস্তফা দিতে পারেন।
পদত্যাগ করতে পারেন রামিজ রাজা
এদিকে আইসিসির বোর্ড সভার জন্য রমিজ রাজা দুবাইয়ে গিয়েছেন। পিসিবির বড় পরিকল্পনা – চার দেশের টি-২০ সিরিজ আয়োজনের বিষয়ে তিনি আইসিসি কর্মকর্তাদের সাথে কথা বলতে যান। যদিও তার প্রস্তাব খারিজ হয়ে যায় ওই সভায়।
পাকিস্তানে ফেরার পর আগামী সপ্তাহে তার পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। রমিজ নিজেও পদ থেকে পদত্যাগ করতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে। প্রতিবেদনে এটাও বলা হয়, এই বিষয়ে রমিজ রাজা তার ঘনিষ্ঠদের সঙ্গে পরামর্শ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুবাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান পদত্যাগের ঘোষণা করতে পারেন।