How did Kohli resign কোহলি কীভাবে নেতৃত্ব ছাড়লেন বললেন বুমরাহ
ইন্ডিয়া নিউজ বাংলা: নেতৃত্ব থেকে কোহলির পদত্যাগের ঘোষণা কিছুটা চমক দিয়ে যায় ক্রিকেটমহলকে। যদিও বিরাটের সিদ্ধান্ত জানার পর দলের অন্দরমহলের প্রতিক্রিয়া কেমন ছিল, বাইরে থেকে তা আন্দাজ করা সহজ নয়। এবার জসপ্রীত বুমরাহ খোলসা করলেন সেই ছবিটার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে সংবাদিক সম্মেলনে ভারতের সহ-অধিনায়ক বুমরাহ জানালেন, কোহলি নিজে টিম মিটিংয়ের সময় দলের সকলকে নিজের সিদ্ধান্তের কথা জানান।
টিম মিটিংয়ে বিরাট টেস্ট নেতৃত্ব ছাড়ার কথা জানায়
বুমরাহ বলেন, ‘টিম মিটিংয়ে বিরাট টেস্ট নেতৃত্ব ছাড়ার কথা জানায়। তবে এটা একান্তই ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। ও নিজের শরীরকে বোঝে। নিজের মানসিক পরিস্থিতি সম্পর্কে জানে। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাই। ওর নেতৃত্বে খেলা অত্যন্ত আনন্দদায়ক ছিল। বিরাটের নেতৃত্বেই আমার টেস্ট অভিষেক হয়।’
বুমরাহ আরও বলেন, ‘ও দলের মধ্যে শক্তি সঞ্চার করে। ও ফিটনেস সংস্কৃতি আমদানি করে দলে। নিজের নেতৃত্বে ও দলের সকলকে দিশা দেয় । ওর অবদান অসীম এবং সেটা আগামী দিন একইরকম থাকবে।’
শেষে নেতৃত্বের পরিবর্তন প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘আমরা এই বদলটা বুঝি। আমরা সবাই পর্যাপ্ত ক্রিকেট খেলেছি। দল হিসেবে আমরা এটাতে ইতিবাচক অবদান রাখতে চাইব।’
Published by Samyajit Ghosh