Saturday, December 7, 2024
HomeINDIAN FOOTBALLHabas Resigns As ATK Mohun Bagan Coach এটিকে মোহনবাগানের কোচের দায়িত্ব...

Habas Resigns As ATK Mohun Bagan Coach এটিকে মোহনবাগানের কোচের দায়িত্ব ছাড়লেন আন্তোনিও লোপেজ হাবাস

এটিকে মোহনবাগানের কোচের দায়িত্ব ছাড়লেন আন্তোনিও লোপেজ হাবাস।

ইণ্ডিয়া নিউজ বাংলাঃ  এটিকে মোহনবাগানের কোচের দায়িত্ব ছাড়লেন আন্তোনিও লোপেজ হাবাস।   আইএসএলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ দলের বর্তমান নিম্নমুখী ফর্মের দায় নিয়ে সরে দাঁড়ান। বেঙ্গালুরু এফসি ম্যাচে ড্র করার পরেই এটিকে মোহনবাগান কর্তৃপক্ষকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন হাবাস। কর্তারা গোটা দলের সঙ্গে আলোচনায় বসে হাবাসকে ছেড়ে দেওয়ার সম্মতি দেন।

কেরালাকে বড় ব্যবধানে হারানোর পর ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকেও ৩-০ গোলে হারায় এটিকে মোহনাগান। কিন্তু তারপর থেকেই ছন্দপতন ঘটে

আইএসএল ২০২১-২২ মরসুমের শুরুটা দারুণ করেছিল হাবাসের দল। কেরালাকে বড় ব্যবধানে হারানোর পর ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকেও ৩-০ গোলে হারায় এটিকে মোহনাগান। কিন্তু তারপর থেকেই ছন্দপতন ঘটে। গত চার ম্যাচে দুটি হার, দুটি ড্র করে এই মুহূর্তে ছ’ম্যাচে ৮ পয়েন্ট লিগে ৬ নম্বরে হাবাসের দল। গত ম্যাচে বেঙ্গালুরুর সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পরই  পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেন হাবাস। প্লে অফে যাওয়া নিয়েও চিন্তায় ছিলেন হাবাস। শনিবার জানিয়ে দিলেন তিনি আর কোচ থাকছেন না।
এর ফলে আপাতত সবুজ-মেরুণ ব্রিগেডের দায়িত্ব নেবেন সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসালেনা। সবুজ মেরুনের পরবর্তী ম্যাচ মঙ্গলবার।

PUBLISHED BY: SAMYAJIT GHOSH

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular