সাম্যজিৎ ঘোষ, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : শচীন তেণ্ডুলকারের সেরা সেরা ক্রিকেট একাদশে অধিনায়ক হলেন সৌরভ গাঙ্গুলি। তবে শচীনের সেরা একাদশে জায়গা হয়নি বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির। যা নিয়ে নেট দুনিয়াতেও শোরগোল পড়ে গেছে। শচীন অবশ্য নিজেকেও তাঁর সেরা দলে রাখেননি।
সেরা একাদশে ওপেনার হিসেবে রয়েছেন কিংবদন্তি গাভাস্কার ও শেহবাগ Ganguly captain in Sachin’s best cricket Xl
![](http://indianewsbangla.com/wp-content/uploads/2022/01/WhatsApp-Image-2022-01-02-at-6.10.10-PM.jpeg)
আরও পড়ুন : Dravid joins to dance with Kohli কোহলিদের সঙ্গে দ্রাবিড়ও কোমর দুলিয়ে নাচলেন
সেরা একাদশে ওপেনার হিসেবে রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ও বীরেন্দ্র শেহবাগ। তিন নম্বরে ব্রায়ান লারা, চার নম্বরে কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। পাঁচ নম্বরে অলরাউন্ডার জ্যাক ক্যালিস। উইকেটকিপারের দায়িত্ব পাচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। এর পর বোলারদের তালিকায় প্রথমেই রয়েছেন ওয়াসিম আক্রাম। অন্য পেস বোলার গ্লেন ম্যাকগ্রা। স্পিনার হিসেবে রয়েছেন ভারতের হরভজন সিং ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। শচীনের এই দলে মুরলিধরন, রাহুল দ্রাবিড়রাও জায়গা পাননি। নিঃসন্দেহে শচীনের এই দলে যাঁরা জায়গা পাননি তাঁদের নিয়ে নেটদুনিয়ায় শোরগোল তো পড়বেই। তবে যাঁরা রয়েছেন দলের তাঁরাও এক-একজন কিংবদন্তি আর শচীনের ঘনিষ্ঠ বন্ধু সৌরভ হয়েছেন অধিনায়ক।
সেরা একাদশটি হল : বীরেন্দ্র শেবাগ, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, জ্যাক ক্যালিস, সৌরভ গাঙ্গুলি, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, হরভজন সিং এবং গ্লেন ম্যাকগ্রা।
——–
Published by Subhasish Mandal