Earthquake on cricket field খেলার মাঠে ভূমিকম্প, ক্যামেরা- ধারাভাষ্য বক্স কেঁপে উঠল মাঠে টের পেলেন না কেউ
ইন্ডিয়া নিউজ বাংলা: খেলার মাঠে অনেক ঘটনাই ঘটে। প্রাকৃতিক দুর্যোগও ঘটে। ঝড়-বৃষ্টি বরফ এমনকি বাজও পড়েছে মাঠে। কিন্তু এবার ভূমিকম্প হল খেলার মাঠে। তবে কেউ আহত হননি সবাই সুরক্ষিত আছেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে ঘটে এই অদ্ভুত ঘটনা। ম্যাচ চলাকালীনই হল ভূমিকম্প। মাঠে ক্রিকেটাররা টের না পেলেও, ধারাভাষ্য বক্সে ভালই বোঝা গিয়েছে নড়ে উঠল পথিবী।
ধারাভাষ্য বক্সে , সামনে থাকা টিভি স্ক্রিন কাঁপতে শুরু করে। প্রায় কুড়ি সেকেন্ড ধরে চলে এই ভূমিকম্প আর তাতেই ক্যামেরা নড়ে ওঠে। ক্যামেরার কম্পনের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
এদিন ত্রিনিদাদে প্লেট গ্রুপের সেমিফাইনাল ম্যাচ চলছিল আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ের মধ্যে। সেই সময় পোর্ট অব স্পেনে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.২। মাঠে থাকা ক্যামেরা বিপজ্জনক ভাবে কাঁপতে থাকে। ধারাভাষ্যকাররাও ঘাবড়ে যান। যদিও কেউ আহত হননি বা কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। মাঠ মাঠের বাইরে প্রায় সবাই সুরক্ষিত ছিলেন।
সেই সময় আইসিসি-র হয়ে ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিয়োনার্ড বক্সে ছিলেন। তিনি বলেছেন, “আমার মনে হচ্ছে এখন ভূমিকম্প হচ্ছে। বক্সে বসে আমরা বুঝতে পারছি। সত্যিই কি এটা ভূমিকম্প? কুইন্স পার্ক ওভালের গোটা মিডিয়া সেন্টারই থরথর করে কাঁপছে।” জিম্বাবোয়ের ইনিংসের ষষ্ঠ ওভার চলার সময় এই ঘটনা ঘটে। তবে মাঠা থাকা ক্রিকেটাররা সে ভাবে কিছু টের পাননি।
এক সাংবাদিক পরে ওই ঘটনার ভিডিয়ো পোস্ট করেন। তা দ্রুত নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
Earthquake at Queen's Park Oval during U19 World Cup match between @cricketireland and @ZimCricketv! Ground shook for approximately 20 seconds during sixth over of play. @CricketBadge and @NikUttam just roll with it like a duck to water! pic.twitter.com/kiWCzhewro
— Peter Della Penna (@PeterDellaPenna) January 29, 2022
Published by Samyajit Ghosh