Sunday, February 16, 2025
HomeখেলাINDIAN CRICKETCovid attacks Under 19 Indian men's WC team  করোনার থাবা অনূর্ধ্ব -১৯...

Covid attacks Under 19 Indian men’s WC team  করোনার থাবা অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ভারতীয় দলে

Covid attacks Under 19 Indian men’s WC team করোনার থাবা অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ভারতীয় দলে

ইন্ডিয়া নিউজ বাংলা: ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে থাকা টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের আক্রান্ত হয়েছেন করোনায়।                                           অধিনায়ক যশ ধুল এবং সহ-অধিনায়ক এসকে রশিদ সহ ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটার করোনায় আক্রান্ত । সব খেলোয়াড়কে আইসোলেশনে পাঠানো হয়েছে। অধিনায়কের করোনা আক্রান্ত হওয়ার কারণে বুধবার (১৯ জানুয়ারি) নিশান্ত সিন্ধুর  নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া।  বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে  প্রথম-১১ পেতে অনেক সংগ্রাম করতে হয়েছে ভারতীয় দলকে।  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) একটি দলকে টুর্নামেন্টের জন্য তার স্কোয়াডে ১৭ জন খেলোয়াড় রাখার অনুমতি দিয়েছে। এই কারণে ১১ জন খেলোয়াড়কে মাঠে নামাতে পেরেছিল  টিম ইন্ডিয়া।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া
ক্যাপ্টেন ঝুল এবং সহ-অধিনায়ক রশিদ ছাড়াও মানব পারেখ, সিদ্ধার্থ যাদব, আরাধ্যা যাদব এবং ভাসু ভাতস আইসোলেশনৈ রয়েছেন। পরিস্থিতি এতটাই খারাপ যে খেলোয়াড়দের ড্রিংক দিতে কোচদের মাঠে পাঠাতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। এ বিষয়ে সূত্র থেকে জানা গেছে কিছু খেলোয়াড় করোনায় আক্রান্ত   এবং অন্য কয়েকজন তাদের সংস্পর্শে এসেছেন। খেলোয়াড়দের সতর্কতা হিসেবে আইসোলেশন করা হয়েছে। আমাদের খেলোয়াড়রা টিম ম্যানেজমেন্টের সহায়তায় আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে। দল যেকোনো বড় ঝুঁকি এড়াতে চায়।”

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular