Comedy Of Errors in NZ vs Ban test এই অদ্ভুত কান্ড হল নিউজিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচে
সাম্যজিৎ ঘোষ,ইন্ডিয়া নিউজ বাংলা: নিউজিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচে অদ্ভুত ঘটনা হলো 1 বলে 7 রান হলো এই অদ্ভুত কান্ড ঘটলো যখন এবাদত হোসেন বল করছিলেন নিউজিল্যান্ডের উইল ইয়ং কে তার ক্যাচ স্লিপে যেতেই বাউন্ডারির দিকে চলে যায়। তবে ফিল্ডার বাউন্ডারি থেকে বল ছুড়ে দিলে তা বোলার ধরতে ব্যর্থ হয়, বাউন্ডারিতে চলে যায়। আম্পায়ার ব্যাটারকে 7 টি দেন।
Meanwhile, across the Tasman Sea… ⛴️
Chaos in the field for Bangladesh as Will Young scores a seven (yes, you read that correctly!) ?#NZvBAN | BT Sport 3 HD pic.twitter.com/fvrD1xmNDd
— Cricket on BT Sport (@btsportcricket) January 9, 2022
নিউজিল্যান্ড অবশ্য দ্বিতীয় চূড়ান্ত টেস্টে প্রথম দিনে 7 উইকেটে 349 রান করেছে অধিনায়ক ল্যাথাম 186 রানে ও কনওয়ে 99 রানে অপরাজিত আছেন ।