Sunday, November 3, 2024
HomeTENNISAustralian Open: 42 years later ৪২ বছর পর অস্ট্রেলিয় মহিলা জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন 

Australian Open: 42 years later ৪২ বছর পর অস্ট্রেলিয় মহিলা জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন 

Australian Open: 42 years later ৪২ বছর পর অস্ট্রেলিয় মহিলা জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন 

অস্ট্রেলিয়ান ওপেন জয়ী অ্যাশলে বার্টি

ইন্ডিয়া নিউজ বাংলা: মেলবোর্নের রড লেভার  এরিনায় শনিবার মেয়েদের সিঙ্গলস ফাইনালে বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টি, আমেরিকার ড্যানিয়েল কলিন্সকে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জেতেন ৬-৩, ৭-৬ (৭-২) গেমে।
গত ৪২ বছরে  প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে প্রতিযোগিতার ফাইনালে উঠে প্রথমবারেই বাজিমাত করলেন মেয়েদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা।
প্রথম চার গেমে  দুটি করে গেম জেতেন দুজন। পরের গেমেও নিজের সার্ভ ধরে রাখেন বার্টি। তবে ষষ্ঠ গেমে ভুল করে বসেন কলিন্স।
দুর্দান্ত ফোরহ্যান্ড শটে বার্টি ৪০-৩০ করার পর ডাবল ফল্ট করে বসেন কলিন্স। এরপর অনায়াসেই ওই সেট জিতে নেন অজি তারকা।
তবে পিছিয়ে পড়ার হতাশা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান কলিন্স। দুজনের মুখোমুখি লড়াইয়ে বার্টি এগিয়ে থাকলেও শেষবারের দেখায় সফল হয়েছিলেন এই আমেরিকান। দ্বিতীয় সেটের দ্বিতীয় গেমেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করেন তিনি। প্রথম ছয় গেমে আরও একবার ব্রেক পয়েন্ট নিয়ে এগিয়ে যান ৫-১ এ। সেট প্রায় হারের মুখে, সেখান থেকে বার্টি যেভাবে ঘুরে দাঁড়ান তা সত্যিই অবিশ্বাস্য।

ম্যাচ জুড়ে ফোরহ্যান্ডের দাপট দেখানো এই তারকা আবারও টানা দুটি ব্রেক পয়েন্ট নিয়ে প্রত্যাবর্তন করেন। তাতে গ্র্যান্ড স্ল্যামে প্রথম ফাইনাল খেলতে নামা কলিন্সের মনোবল যেন ভেঙে যায়।
এক ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ের বাকি সময়ে আধিপত্য ধরে রেখে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের উল্লাসে ফেটে পড়েন বার্টি।
এই সাফল্যে আরেকটি দারুণ কীর্তিও গড়া হলো বার্টির। ১৯৭৮ সালের অস্ট্রেলিয়ার শেষ ট্রফি জয়ী  নারী ক্রিস্টিন ও’নিলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে এখানে ছেলে কিংবা মেয়েদের সিঙ্গলস খেতাব  জিতলেন তিনি।
ক্যারিয়ারে এই নিয়ে তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন বার্টি। সেই সঙ্গে বজায় রাখলেন স্ল‍্যাম ফাইনালে শতভাগ সাফল্যের রেকর্ডও। এর আগে ২০১৯ ফরাসি ওপেনে ও ২০২১ উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়।

বছরের শুরু থেকেই দারুণ ছন্দে থাকা এই অস্ট্রেলিয়ান এই টুর্নামেন্টে কোনো সেট না হেরেই মুকুট মাথায় পরলেন। এই বছর সব মিলিয়ে সিঙ্গলসে ১১ ম্যাচ খেলে জিতেছেন সবগুলোয়।
কলিন্সের বিপক্ষে মুখোমুখি দেখায় বার্টি এগিয়ে গেলেন ৪-১ ব্যবধানে।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে ২৮ বছর বয়সী প্রতিপক্ষের পারফরম্যান্সের প্রশংসা দিয়ে শুরু করেন বার্টি।
“সবাইকে অনেক ধন্যবাদ। ড্যানিয়েলকে আমার অভিনন্দন, দারুণ দুটি সপ্তাহ কাটালে তুমি। আমি জানি, আগামীতে অনেক বছর তুমি এইসব শিরোপার জন্য লড়াই করবে।”
“আমি একটু ঘোরের মধ্যে আছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার আজকের অর্জনের পেছনে  ভূমিকা রেখেছে…আমার স্বপ্ন সত্যি হলো। একজন অস্ট্রেলিয়ান হয়ে আমি সত্যিই গর্বিত। (দর্শকদের উদ্দেশ্যে) সবাইকে অনেক ধন্যবাদ- আবার দেখা হবে।”

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular