সাম্যজিৎ ঘোষ,ইন্ডিয়া নিউজ বাংলা,মোহালি: রবিবার কপিল দেবের ৪৩৪ টেস্ট উইকেটের সংখ্যাকে ছাড়িয়ে গেলেন রবীচন্দ্রন অশ্বিন। এরপরেই রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রশংসা পেয়েছেন।
অভিজ্ঞ অফ-স্পিনার মোহালিতে ভারত ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন তার ৪৩৫ তম টেস্ট উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে ওঠেন।
Ashwin crosses Kapil Dev
রবিচন্দ্রন অশ্বিন কপিলদেবকে ছাড়িয়ে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার কারণে টুইটারও প্রতিক্রিয়া জানিয়েছে
কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার টুইটারে স্পিনারকে স্বাগত জানাতে গিয়ে লিখেছেন, “অসাধারণ ল্যান্ডমার্ক, @ashwinravi99! @therealkapildev paaji পেরিয়ে যাওয়া নিজেই একটি কৃতিত্ব। আপনি যেভাবে যাচ্ছিলেন, সেটা সময়ের ব্যাপার। আপনাকে অনেক শুভেচ্ছা। আরও! #INDvSL”।
অশ্বিন তার দ্বিতীয় ইনিংসের তৃতীয় উইকেট এবং তার ৪৩৫ তম টেস্ট উইকেটি নেন চারিথ আসালাঙ্কাকে আউট করেন। এছাড়াও, তিনি সর্বোচ্চ ভারতীয় উইকেট সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় এবং অনিল কুম্বলের ৬১৯ উইকেটের পিছনে রয়েছেন।
আইসিসিও টুইটারে শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছে, “অশ্বিন তার ৪৩৫ তম উইকেট নিয়েছেন এবং কপিল দেবকে ছাড়িয়ে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন”।
Fantastic landmark, @ashwinravi99!
To go past @therealkapildev paaji is an achievement in itself.
The way you were going, it was only a matter of time.
Wish you many more! ??#INDvSL pic.twitter.com/eK9SlIc16u
— Sachin Tendulkar (@sachin_rt) March 6, 2022
Ashwin crosses Kapil Dev রবিচন্দ্রন অশ্বিন কপিলদেবকে ছাড়িয়ে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন
আইসিসিও টুইটারে শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছে, “অশ্বিন তার ৪৩৫ তম উইকেট নিয়েছেন এবং কপিল দেবকে ছাড়িয়ে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন”।
Ashwin picks up his 435th scalp and goes past Kapil Dev to become India’s second-highest wicket-taker in Tests ?#WTC23 | #INDvSL | https://t.co/mo5BSRmFq2 pic.twitter.com/tHn0PqPvEU
— ICC (@ICC) March 6, 2022
ভারত শ্রীলঙ্কাকে ১৭৪ রানে আউট করার পর ফলোঅন করতে বলে, তখন শ্রীলঙ্কা ভারতের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৪ রান থেকে ৪০০ রান পিছিয়ে। সফরকারীরা মাত্র ১৭৮ রান করতে পারে। ভারত ইনিংস ও ২২২ রানে জয়ী হয়।
Published by Samyajit Ghosh