Sunday, November 24, 2024
HomeখেলাClarrie Grimett invented the Art of Flippers in Cricket  ফ্লিপারের জনক...

Clarrie Grimett invented the Art of Flippers in Cricket  ফ্লিপারের জনক ক্ল্যারি গ্রিমেট  আজকের দিনে ১৮৯১ সালে জন্মগ্রহণ করেন

Clarrie Grimett invented the Art of Flippers in Cricket  ফ্লিপারের জনক ক্ল্যারি গ্রিমেট  আজকের দিনে ১৮৯১ সালে জন্মগ্রহণ করেন

স্পিন বোলিংয়ে  ফ্লিপারের আবিষ্কর্তা ক্ল্যারি গ্রিমেট।  যাঁকে নিয়ে রসিকতা করে অস্ট্রেলীয়রা বলেন নিউজিল্যন্ডের থেকে পাওয়া সেরা ক্রিসমাস উপহার।

নিউজিল্যান্ডে জন্মানো এই ক্রিকেটার ওয়েলিংটনের হয়ে ৯ টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৯১৪ সালে চলে আসেন অস্ট্রেলিয়ায়। প্রথমে সিডনিতে কিছুদিন খেলার পর চলে আসেন মেলবোর্নে।  এক ভিক্টরিয়ান মহিলাকে বিয়ে করেন, এবং মেলবোর্নে শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেন। ১৯২৩ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ায় চলে আসেন।

স্থানীয় লিগে দক্ষিণ মেলবোর্ন এর হয়ে তিনটি মরশুমে ১২৮ উইকেট নেন।

গ্রিমেট  প্রথম শ্রেণির খেলায় ১৪২৪ উইকেট তুলে নেন, সেরা ৩৭ রানে ১০ উইকেট।গ্রিমেটকে বলা বোলিং এর ব্র্যাডম্যান। ফ্লিপার এর জনক। তাঁর হাত থেকেই বেরিয়ে আসত বিষাক্ত লেগ স্পিন। বৈচিত্র আনতে তিনিই শুরু করেন ফ্লিপার।

১৯২৪ সালে ৩৩ বছর বয়সে টেস্টে অভিষেক হয় তাঁর। প্রথম টেস্টেই দুই ইনিংসেই ৫ উইকেট নেন। মোট ৩৭ টেস্টে ২১৬ উইকেট পান। ৩৬ টেস্টে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্কব তিনিই প্রথম গড়েন, যা ৮২ বছর পর ভাঙেন ইয়াসির শাহ।র রেকর্ড ৮২ বছর অক্ষুন্ন ছিল।

মাত্র চারজন খেলোয়াড় ৩০ এর বেশি বয়সে টেস্ট খেলা শুরু করে ১০০ এর বেশি উইকেট নেন, তিনি এঁদের প্রথম।

তবে সেরা ফর্মে থাকার সময় ১৯৩৬ সালে বাদ পড়েন। শোনা যায়  অনেকটা জোর করেই শেষ সিরিজে গ্রিমেটকে বাদ দেওয়া হয়েছিল।  সেই অভিমানে অবসর নিয়ে নেন (বলা হয় ব্র্যাডম্যানের বড় ভূমিকা ছিল গ্রিমেটের বাদ পড়াতে)।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular