Thursday, November 21, 2024
HomeNationalInfiltration into India ভারতে অনুপ্রবেশ : ১০ পাকিস্তানিকে আটক করেছে কোস্টগার্ড  

Infiltration into India ভারতে অনুপ্রবেশ : ১০ পাকিস্তানিকে আটক করেছে কোস্টগার্ড  

Infiltration into India  ইয়াসিনে থাকা ১০ পাকিস্তানিকে আটক করেছে কোস্টগার্ড  

ইন্ডিয়া নিউজ, নয়াদিল্লি: ভারতে অনুপ্রবেশ শনিবার রাতে আরব সাগর দিয়ে একটি নৌকায় করে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন ১০ পাকিস্তানি নাগরিক। শুধু তাই নয়, বহু মাইল পথ ধরে ভারতের জলসীমায়ও ঢুকে পড়েছিল এই নাগরিকরা। কিন্তু বর্ডার গার্ড কোস্টগার্ড সময়মতো তাদের দেখতে পেয়ে ধাওয়া শুরু করে। ভারতীয় সেনাদের ফিরে আসতে দেখে অনুপ্রবেশকারীরা পিছু হটতে শুরু করলে সেনারা তাদের আটক করে।

সাগরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে

ভারতে অনুপ্রবেশ আজ সকালে টহল দেওয়ার সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী 10 জন পাকিস্তানি নাগরিককে নিয়ে একটি পাকিস্তানি নৌকা ভারতীয় ভূখণ্ডে আসতে দেখেছে। এই লোকেরা সমুদ্রপথে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু যথাসময়ে কোস্টগার্ড তাদের দেখে আটক করে। তাদের কাছ থেকে কিছু মাছ ও জ্বালানি উদ্ধার করা হয়েছে।

ভারতে অনুপ্রবেশ 

ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আরব সাগর থেকে গ্রেফতার করে সকলকে পোরবন্দরে নিয়ে গেছে। পাকিস্তানি নৌকার চালক ইয়াসিন সহ 9 পাকিস্তানিকে জিজ্ঞাসাবাদে করে তদন্ত সংস্থা। পাকিস্তানি নৌকার ব্যাপক তল্লাশি চলছে।  কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত  কি না তা জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular