রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে ফের একবার খবরে ইন্ডিয়া জোটে। চলতি লোকসভা নির্বাচনে একদিকে যখন গেরুয়া ঝড়ের অপেক্ষায় বিজেপি শিবির, অন্যদিকে সেখানেই বিরোধী জোট যে কতটা ঐক্যবদ্ধ তা প্রমাণ করতে মরিয়া ইন্ডিয়া জোটের অন্তর্গত বিরোধী দলগুলি। একবার ফের তেমনই আভাস দিতে রাহুল গান্ধী বললেন, ‘আম আদমি পার্টি (aap) প্রধান কেজরিওয়াল কংগ্রেসকে ভোট দেবেন এবং আমি আপকে ভোট দেব।’
শনিবার দিল্লির চাঁদনী চকে জোটের এক সমাবেশে রাহুল বলেন, রাজধানী দিল্লির সাতটি আসনে জোট প্রার্থীদের জয় নিশ্চিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং কেজরিওয়াল।
উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে দিল্লির সাতটি আসনে। এর মধ্যে চারটিতে লড়ছে আম আদমি পার্টি, এবং বাকি তিনটিতে লড়ছে কংগ্রেস।
চলতি লোকসভা নির্বাচনে মোদীকে হারিয়ে ক্ষমতায় আসতে বদ্ধপরিকর ইন্ডিয়া জোট। কিন্তু বারবার জোটের অন্তর্কলহ প্রকাশ্যে এসে জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। সেই জায়গা থেকেই ফের ঘুরে দাঁড়াতে রাহুলের এই জোটবার্তা বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। তবে শেষ পর্যন্ত কী হয়, তা জানতে আরও একটু অপেক্ষা।