Municipal Polls অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা
কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: রাজ্যের আসন্ন চার পুরসভার ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য নির্বাচন কমিশন নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে।
১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরসভার ভোট গ্রহণ
চার পুরসভার ভোটের জন্য রাজ্য পুলিশের ৯ হাজার বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
৮ হাজার ৫০০ বাহিনী ভোটকেন্দ্রে মোতায়েন থাকছে
বাকি ৫০০ বাহিনী নাকা চেকিং-সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে
সশস্ত্র বাহিনী থাকছে ৫ হাজার ৫৫৭
আগামী ১২ তারিখ বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরসভার ভোট গ্রহণ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, চার পুরসভার ভোটের জন্য রাজ্য পুলিশের ৯ হাজার বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যার মধ্যে ৮ হাজার ৫০০ বাহিনী ভোটকেন্দ্রে মোতায়েন থাকছে। বাকি ৫০০ বাহিনী নাকা চেকিং-সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে। শুধু সশস্ত্র বাহিনী থাকছে ৫ হাজার ৫৫৭। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র প্রহরী এবং লাঠিধারী কনস্টেবল থাকবে।
Municipal Polls অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা
চার পুরসভার সব বুথই স্পর্শ কাতর কমিশনের চোখে। তাই নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নির্বাচন করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন।
বাহিনীর বিন্যাস হবে নাকা-৭৭ টিম, আর.টি-৭৭ টিম, কিউ.আর.টি-৪৪ টিম, এইচ.আর.এফ.এস-৩৪ টিম।
ভোট গ্রহণ কেন্দ্রে ১ টি বুথ থাকলে ১জন এএসআই, ২জন সশস্ত্র পুলিশ, ১জন লাঠিধারী পুলিশ।
২টি বুথে ১জন এসআই, ২জন সশস্ত্র পুলিশ, ২জন লাঠিধারী পুলিশ।
৩ টি বুথে ১জন এসআই, ১জন এএসআই, ২জন সশস্ত্র পুলিশ, ৩জন লাঠিধারী পুলিশ।
৪টি বুথে ১জন এসআই, ১জন এসআই, ৪ জন সশস্ত্র, ৪জন লাঠিধারী।
৫ টি বুথে ১জন এসআই, ১জন এএসআই, ৪ সশস্ত্র, ৫ লাঠিধারী
৬ বুথে একজন ইন্সপেক্টর, একজন এসআই, ৪ জন সশস্ত্র, ৬জন লাঠিধারী।
৭ বুথে ১ জন ইন্সপেক্টর, ১ জন এএসআই, ৪ সশস্ত্র, ৭ লাঠিধারী।
৮ বুথে ১ জন ইন্সপেক্টর, ২ এএসআই, ৪ সশস্ত্র, ৮ লাঠিধারী।
৯ বুথে ১ জন ইন্সপেক্টর, ৩জন এএসআই, ৪জন সশস্ত্র, ৯ লাঠিধারী।
১০ বুথে ১ জন ইন্সপেক্টর, ৪ এএসআই, ৪ সশস্ত্র, ১০ জন লাঠিধারী।
Published by Samyajit Ghosh