Saturday, November 23, 2024
HomeKOLKATA MUNICIPAL CORPORATIONMunicipal Polls অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

Municipal Polls অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

Municipal Polls  অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: রাজ্যের আসন্ন চার পুরসভার ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য নির্বাচন কমিশন নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে।

১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরসভার ভোট গ্রহণ

চার পুরসভার ভোটের জন্য রাজ্য পুলিশের ৯ হাজার বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

৮ হাজার ৫০০ বাহিনী ভোটকেন্দ্রে মোতায়েন থাকছে

বাকি ৫০০ বাহিনী নাকা চেকিং-সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে

সশস্ত্র বাহিনী থাকছে ৫ হাজার ৫৫৭

আগামী ১২ তারিখ বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরসভার ভোট গ্রহণ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, চার পুরসভার ভোটের জন্য রাজ্য পুলিশের ৯ হাজার বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যার মধ্যে ৮ হাজার ৫০০ বাহিনী ভোটকেন্দ্রে মোতায়েন থাকছে। বাকি ৫০০ বাহিনী নাকা চেকিং-সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে। শুধু সশস্ত্র বাহিনী থাকছে ৫ হাজার ৫৫৭। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র প্রহরী এবং লাঠিধারী কনস্টেবল থাকবে।

Municipal Polls  অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

চার পুরসভার সব বুথই স্পর্শ কাতর কমিশনের চোখে। তাই নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নির্বাচন করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন।

বাহিনীর বিন্যাস হবে নাকা-৭৭ টিম, আর.টি-৭৭ টিম, কিউ.আর.টি-৪৪ টিম, এইচ.আর.এফ.এস-৩৪ টিম।

ভোট গ্রহণ কেন্দ্রে ১ টি বুথ থাকলে ১জন এএসআই, ২জন সশস্ত্র পুলিশ, ১জন লাঠিধারী পুলিশ।

২টি বুথে ১জন এসআই, ২জন সশস্ত্র পুলিশ, ২জন লাঠিধারী পুলিশ।
৩ টি বুথে ১জন এসআই, ১জন এএসআই, ২জন সশস্ত্র পুলিশ, ৩জন লাঠিধারী পুলিশ।

৪টি বুথে ১জন এসআই, ১জন এসআই, ৪ জন সশস্ত্র, ৪জন লাঠিধারী।

৫ টি বুথে ১জন এসআই, ১জন এএসআই, ৪ সশস্ত্র, ৫ লাঠিধারী

৬ বুথে একজন ইন্সপেক্টর, একজন এসআই, ৪ জন সশস্ত্র, ৬জন লাঠিধারী।

৭ বুথে ১ জন ইন্সপেক্টর, ১ জন এএসআই, ৪ সশস্ত্র, ৭ লাঠিধারী।

৮ বুথে ১ জন ইন্সপেক্টর, ২ এএসআই, ৪ সশস্ত্র, ৮ লাঠিধারী।

৯ বুথে ১ জন ইন্সপেক্টর, ৩জন এএসআই, ৪জন সশস্ত্র, ৯ লাঠিধারী।

১০ বুথে ১ জন ইন্সপেক্টর, ৪ এএসআই, ৪ সশস্ত্র, ১০ জন লাঠিধারী।

আর ও পড়ুন  Dinhata: Nomination day violence   ফের উত্তপ্ত দিনহাটা, বোমা পড়ল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular