শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Yogi Adityanath’s Instruction on Law and Order দিল্লির জাহাঙ্গিরপুরীতে দুই সম্প্রদায়ের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়টি বিবেচনা করে বড়সড় সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার থেকে উত্তরপ্রদেশে যথাযথ অনুমতি ছাড়া কোনও ধর্মীয় অনুষ্ঠান বা মিছিল করা যাবে না। অনুমতি দেওয়ার আগে সমস্ত আয়োজকদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে একটি হলফনামা জমা দিতে হবে। এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী যোগীর।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে জানিয়েছেন, ‘বিনা অনুমতিতে কোনও ধর্মীয় অনুষ্ঠান বা শোভাযাত্রা করা যাবে না। সমস্ত আয়োজকদের অনুষ্ঠান বা শোভাযাত্রা করার আগে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে হলফনামার আকারে জমা দিতে হবে। শুধুমাত্র ধর্মীয় ঐতিহ্যবাহী উৎসবেরই অনুমতি দেওয়া হবে এবং নতুন করে কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।’ Yogi Adityanath’s Instruction on Law and Order
कोई शोभायात्रा/धार्मिक जुलूस बिना विधिवत अनुमति के न निकाली जाए। अनुमति से पूर्व आयोजक से शांति-सौहार्द कायम रखने के संबंध में शपथ पत्र लिया जाए।
अनुमति केवल उन्हीं धार्मिक जुलूसों को दिया जाए, जो पारंपरिक हों, नए आयोजनों को अनावश्यक अनुमति न दी जाए:#UPCM श्री @myogiadityanath जी— CM Office, GoUP (@CMOfficeUP) April 18, 2022
এদিকে উত্তরপ্রদেশ সরকার এক নির্দেশ জারি করে বলেছে, আগামী মাসের প্রথম দিকে একই তারিখে ঈদ এবং অক্ষয় তৃতীয়ার মতো উৎসবগুলি পড়তে পারে। সেই মোতাবেক যে কোনও নতুন স্থানে মাইক্রোফোন ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হবে না। ইতিমধ্যেই যারা লাউডস্পিকার ব্যবহার করছেন তারা কাউকে বিরক্ত না করে ভলিউম নিশ্চিত করার পরেই সেই অনুষ্ঠান করতে পারবেন। এমনকী নির্দিষ্ট রুটে ধর্মীয় অনুষ্ঠান করতে হবে। পাশাপাশি সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনও ভাবেই যান চলাচল ব্যাহত করা যাবে না। Yogi Adityanath’s Instruction on Law and Order
আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের সকল ধর্মীয় নেতা এবং বিশিষ্ট মানুষজনদের সঙ্গে আসন্ন উৎসবগুলিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা নিয়ে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে যোগী আদিত্যনাথ সরকার ইতিমধ্যেই সমস্ত পুলিশ স্টেশনের ওসি থেকে এডিজি পর্যায়ের শীর্ষ আধিকারিকদের নির্দেশও পাঠিয়ে দিয়েছেন আলোচনা চালানোর জন্য। পাশাপাশি সোমবার এক নির্দেশিকায় রাজ্যের সমস্ত পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের ৪ মে পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করেছে। যাঁরা ইতিমধ্যেই ছুটিতে আছেন তাঁদের সকলকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে।
Yogi Adityanath’s Instruction on Law and Order
আরও পড়ুন : Jahangirpuri Violence জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় একই পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশ
————
Published by Subhasish Mandal