শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Yogi Adityanath elected BJP’s legislative party leader in UP দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির নেতা নির্বাচিত হলেন যোগী আদিত্যনাথ। আজ লখনউতে লোক ভবনে বিজেপির বিধায়করা আনুষ্ঠানিকভাবে যোগীকে বেছে নেন আইনসভার নেতা হিসাবে।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় মেয়াদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হল আজ। আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন যোগী আদিত্যনাথ। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। Yogi Adityanath elected BJP’s legislative party leader in UP
श्री @myogiadityanath जी को आज भाजपा विधायक दल का नेता चुने जाने पर हार्दिक बधाई व शुभकामनाएँ।
मुझे पूर्ण विश्वास है कि उत्तर प्रदेश के गरीब, किसान और वंचित वर्ग के कल्याण का जो संकल्प पीएम श्री @narendramodi जी ने लिया है, आप उस दिशा में निरंतर इसी समर्पण से कार्य करते रहेंगे। pic.twitter.com/sY1s795tA8
— Amit Shah (@AmitShah) March 24, 2022
এদিন লখনউয়ের লোক ভবনে উত্তরপ্রদেশে বিজেপির পর্যবেক্ষক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সহ-পর্যবেক্ষক তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের উপস্থিতিতে আইনসভার নেতা নির্বাচিত হন যোগী আদিত্যনাথ। নেতা নির্বাচিত হওয়ার পর তাঁর বক্তব্যে যোগী আদিত্যনাথ বলেন, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়–– উত্তরপ্রদেশের মানুষ বিশ্বাস করেছিল। রাজ্যের উন্নতির জন্য আমাদের আবার একসঙ্গে কাজ করতে হবে। উত্তরপ্রদেশকে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য আমি করব। আগামী বছরগুলিতে অনেক কাজ করতে হবে।’
जनता के आशीर्वाद से उत्तर प्रदेश में प्रचंड बहुमत के साथ दोबारा गठित हो रही भाजपा सरकार का शपथ ग्रहण समारोह
समय: शाम 4:00 बजे
स्थान: 'भारत रत्न' अटल बिहारी वाजपेयी इकाना अंतरराष्ट्रीय स्टेडियम, लखनऊ pic.twitter.com/u0hi1JxFz1— BJP Uttar Pradesh (@BJP4UP) March 24, 2022
Yogi Adityanath elected BJP’s legislative party leader in UP
আরও পড়ুন : Chinese Foreign Minister Wang Yi in India কাশ্মীর নিয়ে বিতর্কের মধ্যেই ভারতে এলেন চিনা বিদেশমন্ত্রী
————
Published by Subhasish Mandal