২১ জুন শুক্রবার শ্রীনগরে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীনগরের Sher-i-Kashmir International Conference Centre (SKICC)-এ এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে যাঁরা যাঁরা যোগদিবসে যোগাভ্যাস করেছেন তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানান মোদী।
কী বললেন মোদী?
প্রধানমন্ত্রী বলেন, ‘যোগাভ্যাস করছেন এমন মানুষের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। বিশ্বের যেখানেই যাই বিশ্বনেতারা সকলেই যোগাভ্যাসের উপকারিতার বিষয়ে কথা বলেন।’ দশমতম International Yoga Day-তে তিনি বলেন, কীভাবে তিনি ২০১৪ সালে এই দিনটি উদযাপনের প্রস্তাব দেন United Nations-এ এবং ১৭৭টি দেশ সেই প্রস্তাবকে সমর্থন করেন। তখন থেকে Yoga Day রেকর্ড সৃষ্টি করে চলেছে।
As we mark the 10th International Day of Yoga, I urge everyone to make it a part of their daily lives. Yoga fosters strength, good health and wellness. Wonderful to join this year's programme in Srinagar. https://t.co/oYonWze6QU
— Narendra Modi (@narendramodi) June 21, 2024
আরও পড়ুন : Yoga Day উপলক্ষ্যে বিভিন্ন প্রকল্প চালু করতে চলেছেন PM Modi
মোদী আরও বলেন, ‘আমাদের ভিতরে শান্তি থাকলে তবেই আমরা বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারব। আর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে এই যোগাভ্যাস।’ এই প্রসঙ্গে তিনি ১০১ বছর বয়সী ফরাসী মহিলা Charlotte Chopin-এর উদাহরণ দেন, যিনি দেশে যোগাভ্যাসকে জনপ্রিয় করার জন্য পদ্মশ্রী পান।
এর পাশাপাশি তিনি উত্তরাখণ্ড এবং কেরলে ‘Yoga Tourism’-এর জনপ্রিয়তার বিষয়টিও তুলে ধরেন। তাঁর মতে, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভারতে আসছেন বিশুদ্ধ যোগ শিখতে। এছাড়া, সমাজে যোগ প্রশিক্ষকদের চাহিদা বাড়তে থাকায় বিকল্প জীবিকারও প্রসার ঘটছে।’