প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০০ আসনের টার্গেট দিয়েছেন। মানুষ যে পদ্ম শিবিরের পাশে আছে সেই আত্মবিশ্বাস তাঁর প্রতিটি বক্তব্যে ধরা পড়েছে। কেন্দ্রে মোদী সরকারের আমলে দেশের উন্নয়নের স্বার্থে বহু বহু পরিবর্তন হয়েছে। আগামী দিনে যে আরও ভালো কিছু অপেক্ষা করছে, এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মঙ্গলবার পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী হর্ষ মালহোত্রার সমর্থনে দিল্লিতে নির্বাচনী প্রচারে করেন হিমন্ত। তিনি বলেন, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার বিজেপি সরকার গঠিত হলে পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরবে। এর পাশাপাশি, মথুরায় বিতর্কিত কৃষ্ণ জন্মভূমি ও জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে বিশ্বনাথের মন্দির নির্মিত হবে। তবে বিজেপি ৪০০ আসনে জয়ী হলে তবেই এসব সম্ভব হবে বলে জানান তিনি।
তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘যখন কংগ্রেসের সরকার ছিল তখন বলা হত কাশ্মীর ভারতেও রয়েছে, কাশ্মীর পাকিস্তানেও রয়েছে। কিন্তু সংসদে কোনওরকম আলোচনা হত না যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। তবে গত কয়েকদিন ধরে যে সব ছবি উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। সেখানের মানুষ ভারতের পতাকা হাতে নিয়ে আন্দোলনে নেমেছেন। তবে এটা সবে শুরু। মোদিজী ৪০০ আসনে জয়ী হলে পাক অধিকৃত কাশ্মীর ভারতেই চলে আসবে।’