শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: WHO Chief Tedros Ghebreyesus visit in India আজ তিন দিনের ভারত সফরে আসছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিরেক্টর জেনারেল ড. টেড্রস গেব্রিয়েসাস। তিন দিনের সফরে গুজরাতে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন হু প্রধান। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আজ থেকে তিন দিনের গুজরাত সফরে যাবেন। যেখানে তিনি জাতির উদ্দেশে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মোদি গান্ধিনগর, বানাসকান্তা, জামনগর এবং দাহোদের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হু-র ডিরেক্টর জেনারেল ড. টেড্রস গেব্রিয়েসাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ১৮ এপ্রিল রাজকোটে পৌঁছাবেন এবং মঙ্গলবার জামনগরে ডব্লিউএইচও গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন (জিসিটিএম)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিও যোগ দেবেন। রাজকোটের কালেক্টর অরুণ মহেশ বাবু বলেছেন, জিসিটিএম হবে বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী ওষুধের জন্য প্রথম এবং একমাত্র গ্লোবাল হাব। WHO Chief Tedros Ghebreyesus visit in India
হু প্রধান ড. টেড্রস গেব্রিয়েসাস বুধবার গান্ধিনগরে গ্লোবাল আয়ুষ বিনিয়োগ এবং উদ্ভাবন শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। মহাত্মা মন্দিরে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রায় ৯০ জন বিশিষ্ট বক্তা এবং ১০০ জন প্রদর্শক উপস্থিত থাকবেন। এই সামিট বিনিয়োগের সম্ভাবনা উন্মোচন করতে, স্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন এবং স্টার্ট-আপ ইকোসিস্টেমকে উৎসাহিত করতে সহায়তা করবে।
WHO Chief Tedros Ghebreyesus visit in India
————
Published by Subhasish Mandal