Wednesday, December 18, 2024
HomeদেশWB Governor Jagdeep Dhankhar Meet HM Amit Shah কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

WB Governor Jagdeep Dhankhar Meet HM Amit Shah কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : WB Governor Jagdeep Dhankhar Meet HM Amit Shah সোমবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। বগটুইয়ের বিতর্কের মাঝে এই সাক্ষাৎ যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বীরভূমে তৃণমূল নেতা ভাদু শেখকে হত্যার পর উত্তপ্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি মহিলা ও শিশু-সহ অন্তত আটজনের হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে। সংগঠিত গণহত্যা বলে সিবিআই তদন্তের দাবি জানায় বিজেপি-সহ বিরোধীরা। অভিযোগ ওঠে জীবন্ত পুড়িয়ে মারার আগে মহিলা ও শিশুদের বেধড়ক মারধর করা হয়। এরপর রাজ্য সরকার সিট গঠন করে তদন্তের জন্য। কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। রাজ্যে গণতন্ত্র নেই, এই অভিযোগে বিরোধীরা রাজ্যে ৩৫৬ বা ৩৫৫ ধারা বলবৎ করার জন্য রাজ্যপাল জগদীপ ধনকরের দ্বারস্থও হন।

রাজ্যপাল ধনকরও বীরভূমের হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছিলেন। রাজ্যপাল বলেছিলেন যে, ‘বগটুই গ্রামে যা ঘটেছে তা গণতন্ত্র এবং মানবতার জন্য লজ্জাজনক। আমি চুপ করে থাকতে পারি না!’ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজ্যপালের একাধিকবার টুইট-যুদ্ধ হয় বগটুই নিয়ে। এবার চলমান এই বীরভূম হত্যাকাণ্ডের বিতর্কের মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রাজ্যপালের বৈঠক ঘিরে ইতিমধ্যেই চর্চা হতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

WB Governor Jagdeep Dhankhar Meet HM Amit Shah

আরও পড়ুন : Hungama in West Bengal Legislative Assembly বগটুই কাণ্ড নিয়ে শাসকদল-বিরোধী মারপিট বিধানসভায়, সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ বিজেপির পাঁচ বিধায়ক

আরও পড়ুন : Pakistan Prime Minister Imran Khan’s Demand বিদেশি অর্থের মাধ্যমে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে : ইমরান খান

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular