Thursday, November 21, 2024
HomeদেশVanniyar Quota Cancelled By Supreme Court তামিলনাড়ুতে চাকরি এবং শিক্ষায় ভানিয়ার সম্প্রদায়ের...

Vanniyar Quota Cancelled By Supreme Court তামিলনাড়ুতে চাকরি এবং শিক্ষায় ভানিয়ার সম্প্রদায়ের সংরক্ষণ কোটা বাতিল করল সুপ্রিম কোর্ট

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Vanniyar Quota Cancelled By Supreme Court তামিলনাড়ুতে চাকরি এবং শিক্ষায় ভানিয়ার সম্প্রদায়ের সংরক্ষণ কোটা বাতিল করল সুপ্রিম কোর্ট।এই সংরক্ষণকে ‘অসাংবিধানিক’ এবং সমতার অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করল দেশের শীর্ষ আদালত।

এআইএডিএমকে সরকার গত বছর ফেব্রুয়ারি মাসে ভানিয়ার সম্প্রদায়কে একটি আইনের মাধ্যমে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১০.৫ শতাংশ সংরক্ষণ দেওয়ার ব্যাপারে মনস্থির করে আইন পাস করে। এপ্রিল মাসে রাজ্য নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার ঠিক আগে এআইএডিএমকে সরকার আইনটিকে লাঘু করে গোটা তামিলনাড়ুতে। সুপ্রিম কোর্ট ‘ভানিয়ার সংরক্ষণ আইন ২০২১’-কে অসাংবিধানিক বলে ঘোষণা করল। Vanniyar Quota Cancelled By Supreme Court

একটি রায়ে আদালত স্পষ্ট জানিয়ে দেয় ‘এটি সংবিধানের ১৪, ১৫, ১৬ অনুচ্ছেদের লঙ্ঘন (সমতার অধিকার, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা, সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা) করছে।’

তামিলনাড়ুর জলসম্পদ মন্ত্রী দুরাইমুরুগান

এদিকে ভানিয়ার সম্প্রদায়ের জন্য ১০.৫ শতাংশ সংরক্ষণ বাতিল করা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে তামিলনাড়ুর জলসম্পদ মন্ত্রী দুরাইমুরুগান ‘ডেটার অভাব’কেই দায়ী করেছেন। সঠিক তথ্য ও গবেষণা ছাড়াই নির্বাচনের আগে ‘তাড়াতাড়ি’ বিশেষ কোটা বাস্তবায়নের জন্য মন্ত্রী এআইএডিএমকে-কে কটাক্ষ করেছেন। তিনি বলেন, পূর্ববর্তী ডিএমকে সরকার দ্বারা ডেটা-ব্যাকিং সহ মুসলিম এবং অরুণথাথিয়ার সম্প্রদায়ের জন্য বিশেষ কোটা সঠিকভাবে প্রয়োগ করা হয়েছিল। দুরাইমুরুগান বলেছেন যে, সরকার আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবে এবং সেই অনুসারে এই বিশেষ কোটা নিয়ে ভবিষ্যত পদক্ষেপের পরিকল্পনা করবে।

Vanniyar Quota Cancelled By Supreme Court

আরও পড়ুন : Sirsa Letest News বাড়িতে আগুন দেওয়ার হুমকি, ভয়ে গ্রাম ছেড়ে পালাল দলিত পরিবার

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular