ইন্ডিয়া নিউজ বাংলা, নতুন দিল্লি : UP Election Result 2022 নির্বাচন কমিশন সবসময় স্বচ্ছতা বজায় রেখেছে। ইভিএম কারচুপির কোনও প্রশ্নই নেই। বারাণসীর ইভিএম বিতর্ক নিয়ে সাফ জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুশীল চন্দ্র। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে, অখিলেশ যাদব অভিযোগ করেন, বারাণসীতে ইভিএম সরানোর সময় স্থানীয় প্রার্থীকে খবরই দেওয়া হয়নি। বারাণসীর জেলাশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন তিনি। সমাজবাদী পার্টি অভিযোগ করেছে ভোট গণনার আগে ইভিএমে কারচুপি করেছে বিজেপি। আর এই ঘটনায় বারাণসীর অতিরিক্ত জেলাশাসককে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।
উত্তরপ্রদেশে ইভিএম বিতর্কের মাঝেই আজ সকাল থেকে সমাজবাদী পার্টির সদর দফতরের সামনে কর্মী সমর্থকদের ভিড়। সরকারই তারাই বানাচ্ছে বলে দাবি করেন অখিলেশের সমর্থকেরা।
UP Election Result 2022
আরও পড়ুন : Uttar Pradesh election 2022 গাজিয়াবাদে দুই বিজেপি প্রার্থীর মুখোমুখি ইন্ডিয়া নিউজ
———–
Published by Subhasish Mandal