Friday, November 8, 2024
HomeদেশUnion Budget 2022 বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, দেখুন...

Union Budget 2022 বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, দেখুন একনজরে

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Union Budget 2022 চতুর্থবারের জন্য বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনা আবহে এবারও পেপারলেস বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। একনজরে বাজেট :

  • দামি হচ্ছে ইস্পাতজাত দ্রব্য
  • সস্তা হচ্ছে মোবাইল ফোন, চার্জার
  • সস্তা হচ্ছে পোশাক-চামড়াজাত দ্রব্য, জুতো
  • সস্তা হচ্ছে দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি, হিরের গয়না
  • কাটিং ও পালিশ রত্নের উপর আমদানি শুল্ক কমে ৫ শতাংশ
  • আমদানি শুল্কে ছাড় বৈদ্যুতিক সরঞ্জাম, গয়না, রাসায়নিক ক্ষেত্রে
  • একাধিক ক্ষেত্রে আমদানি শুল্কে ছাড়
  • আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল না, বহাল আগের কর কাঠামোই
  • ১৫ শতাংশ কর দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেন-এ
  • NPS-এ রাজ্য সরকারি কর্মীদের ট্যাক্স ডিডাকশন সীমা বেড়ে ১৪ শতাংশ
  • ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০ শতাংশ কর
  • ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট ট্রান্সফারের উপর ৩০ শতাংশ কর
  • রাজস্ব ঘাটতি কম করতে বেসরকারি বিনিয়োগে জোর
  • ২০২৫ সালের মধ্যে ঘাটতি ৪ শতাংশের নীচে নিয়ে যাওয়ার লক্ষ্য
  • রাজস্ব ঘাটতি হতে পারে ৬.৪ শতাংশ
  • ২০২২-২৩ সালে ব্যয় হবে ৩৯.৪৫ লাখ কোটি টাকা
  • মূলধনী খাতে সংশোধিত বরাদ্দ ৬.৩ লাখ কোটি টাকা
  • সারচার্জ কমল সমবায় সংস্থাগুলির
  • বিশেষভাবে সক্ষমদের জন্য কমানো হচ্ছে আয়কর
  • করদাতারা ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন
  • চলতি অর্থবর্ষে ৫জি মোবাইল পরিষেবা চালু
  • ব্রডব্যান্ড পরিষেবায় জোর গ্রামাঞ্চলে 
  • ২০২৫-এর মধ্যে দেশের সব গ্রামে অপটিক্যাল ফাইবার
  • ২০২৩ সালের মধ্যে ডিজিটাল মুদ্রা আনবে আরবিআই
  • রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত ডিজিটাল কারেন্সির প্রস্তাব
  • অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর জন্য রাজ্যগুলিকে ১ লাখ কোটি টাকা বরাদ্দ
  • আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২ লক্ষ ৭৩ কোটি টাকার প্রকল্প
  • জাতীয় সড়ক বাড়ছে ২৫ হাজার কিলোমিটার
  • e-বিদ্যা প্রকল্পের মাধ্যমে ‘এক ক্লাস, একটি টিভি চ্যানেল’ নীতি
  • অনলাইন পড়াশোনায় উৎসাহ দিতে ডিজিটাল বিশ্ববিদ্যালয়
  • উত্তর-পূর্ব রাজ্যগুলির উন্নয়নে নতুন প্রকল্প, বরাদ্দ ১,৫০০ কোটি টাকা
  • দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট
  • ১০০ শতাংশ পোস্ট অফিস কোর ব্যাঙ্কিংয়ের আওতায়
  • ৩ কোটি ৮০ লক্ষ পরিবারকে কলের জল পৌঁছে দিতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকা
  • বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন তৈরির প্রস্তাব
  • পাঁচটি নদী সংযোগকারী প্রকল্প চূড়ান্ত
SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular