কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Union Education Minister Dharmendra Pradhan খড়্গপুর আইআইটি রাজারহাট শাখার উৎকর্ষতার মান বাড়াতে কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতর বিশেষ উদ্যোগ নিয়েছে। আজ বণিকসভার এক অনুষ্ঠানে একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্য সরকারের সমালোচনা করে ধর্মেন্দ্র প্রধান জানান, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে এ রাজ্য। নতুন শিক্ষানীতি বলবৎ করতে এই রাজ্যকে আবেদন জানান তিনি। কর্মসংস্থানমুখী শিক্ষার ওপর জোর দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা হলে দেশের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সমৃদ্ধ হবে। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার এই রাজ্যের শিক্ষাখাতে ব্যয়-বরাদ্দ করে। যদিও এ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে কোনও কথা বলতে রাজি হননি ধর্মেন্দ্র প্রধান। Union Education Minister Dharmendra Pradhan
At the inaugural session of the 121st AGM of @BharatChamber. https://t.co/7ZxrXgrF3i
— Dharmendra Pradhan (@dpradhanbjp) April 17, 2022
এদিন ফের একবার জাতীয় শিক্ষানীতির কথা স্মরণ করিয়ে ধর্মেন্দ্র প্রধান জানান, প্রত্যেক শিশুর রয়েছে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার নিয়ে প্রত্যেকেই স্কুলে যাবে। কর্মসংস্থানমুখী বিভিন্ন সংস্থা যাতে আরও বেশি উৎকর্ষতা বাড়াতে পারে সেদিকেও দৃষ্টি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতরের মন্ত্রী। এ রাজ্যের শিক্ষানীতি নিয়ে বেশ কিছু মৌলিক প্রশ্নও তোলেন ধর্মেন্দ্র প্রধান।
Union Education Minister Dharmendra Pradhan
————
Published by Subhasish Mandal