Sunday, September 8, 2024
HomeদেশUnion Budget 2024 : সপ্তমবার বাজেট পেশ করে কার রেকর্ড ভাঙতে চলেছেন...

Union Budget 2024 : সপ্তমবার বাজেট পেশ করে কার রেকর্ড ভাঙতে চলেছেন Nirmala Sitharaman?

আজ, সোমবার সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। এদিনই অর্থনৈতিক সমীক্ষার ওপরে একটি রিপোর্ট পেশ করা হবে বলে জানিয়েছে সরকার। চলতি অধিবেশনে সংসদে ৬টি বিল পেশ করা হবে বলেও জানা গিয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের অনুমান, বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রকে জোরালো আক্রমণ করার প্রস্তুতি নিয়েছেন বিরোধীরা। একাধিক ইস্যুতে সরগরম হতে পারে সংসদের কক্ষ। নিট বিতর্ক থেকে শুরু করে মণিপুর হিংসা, রেলের যাত্রী সুরক্ষা সহ একাধিক সাম্প্রতিক বিতর্কিত বিষয় নিয়ে তোপ দাগতে পারেন বিরোধীরা।

আরও পড়ুন : Budget 2024 Halwa Ceremony : বাজল বাজেটের ঘণ্টা! ‘হালুয়া’ অনুষ্ঠানে অংশগ্রহণ অর্থমন্ত্রী সীতারামনের

আগামিকাল, মঙ্গলবার সংসদে বাজেট (Union Budget 2024) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রসঙ্গত, এই নিয়ে সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। অর্থমন্ত্রী হিসেবে সাতবার বাজেট পেশ করলে রেকর্ড গড়বেন তিনি। এর আগে মোরারজি দেশাই ৬ বার বাজেট পেশ করেছেন।

উল্লেখ্য, এবারের বাজেট প্রস্তাব গতবারের মতোই কাগজবিহীন বাজেট (Union Budget 2024) হবে। চলতি বছর ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। এবার আসন্ন এই বাজেটের দিকেই তাকিয়ে এখন সমগ্র দেশবাসী।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular