Sunday, November 3, 2024
HomeদেশUnion Budget 2022 Vande Bharat Express : তিন বছরে চালু হবে চারশো...

Union Budget 2022 Vande Bharat Express : তিন বছরে চালু হবে চারশো বন্দে ভারত এক্সপ্রেস, বাজেটে ঘোষণা নির্মলার

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Union Budget 2022 Vande Bharat Express আধুনিক এবং দ্রুতগামী ট্রেনের ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বারাণসী এবং দিল্লির মধ্যে প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল৷ চেন্নাইয়ের আইসিএফ কারখানায় তৈরি হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এই ট্রেন সম্পূর্ণ ভাবে ভারতে তৈরি করা হয়৷ আগামী তিন বছরে ভারতে চারশো বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে৷ বাজেট পেশ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷

২০১৯ সালে প্রথম পরিষেবা দেওয়া শুরু করেছিল এই হাইস্পিড ট্রেনের৷ এই ট্রেন ‘ট্রেন-১৮’ নামেও পরিচিত৷ এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে আরও ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করা হয়েছিল৷ এবারে সেই লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হল৷ বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি ট্রেন৷ বারাণসী দিল্লি এবং দিল্লি ও জম্মুর কাটরা পর্যন্ত দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে৷ বন্দে ভারত এক্সপ্রেসের যে প্রস্তাবিত রুটগুলি রয়েছে, তার মধ্যে রয়েছে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসও৷

আরও পড়ুন : Union Budget 2022 Announcement বাজেটে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular