কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Union Budget 2022 Announcement করোনা আবহে গতবারের মতো এবারও পেপারলেস বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গতবারের চিরাচরিত প্রথা ভেঙে এবার সংসদে হাজির হয়েছিলেন ট্যাব নিয়ে।
এবারের বাজেটে শিশুদের জন্যও চমক রাখলেন অর্থমন্ত্রী। ঘোষণা করলেন, শিশুদের জন্য নতুন টিভি চ্যানেল করবে সরকার। করোনা অতিমারীতে শিশুদের পড়াশোনার ক্ষতি হয়েছে। এই টিভি চ্যানেলে শিক্ষার ব্যবস্থা হবে বলে জানিয়েছেন নির্মলা। চলতি বছরে পোস্ট অফিসেও কোর ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া হবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর।
বাজেটের কিছু আগেই আয় বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। পরপর চার মাস জিএসটি আদায়ের পরিমাণ পেরোল ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার গণ্ডি। নতুন বছরের প্রথম মাসে ১৫ শতাংশ বৃদ্ধির হার। বাজেটে ৬০ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ির ঘোষণা বাজেটে। এর জন্য বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা। বাজেটে আগামী ২৫ বছরের উন্নয়নের ব্লু-প্রিন্ট করা হয়েছে বলে দাবি দেশের অর্থমন্ত্রীর। একে ভারতের অর্থনীতির অমৃত-কাল হিসাবে বর্ণনা অর্থমন্ত্রীর।
২.৩৭ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য হিসাবে প্রদান করা হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। এমএসএমই-তে ২ লক্ষ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ। ২০২৫-এর মধ্যে দেশের সব গ্রামে অপটিক্যাল ফাইবার বসানো হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন। তাঁর ঘোষণা, “২০২৫-এর মধ্যে দেশের সব গ্রামে পৌঁছবে অপটিক্যাল ফাইবার।” ই-পাসপোর্ট সিস্টেমে আরও জোর দেওয়া হয়েছে বাজেটে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২ লক্ষ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ। ৭৫টি জেলায় ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্কের ঘোষণা রয়েছে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক তৈরি হবে। ২৫ হাজার কিমি নতুন হাইওয়ের ঘোষণাও রয়েছে বাজেটে। ২৫ হাজার কিলোমিটার নতুন হাইওয়ের, ঘোষণা রইল বাজেটে।
পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা নির্মলা সীতারমণের। গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবায় জোর দেওয়া হয়েছে বাজেটে। গণ পরিবহনে আরও ইলেকট্রিক গাড়িতে জোর রয়েছে বাজেটে।
আরও পড়ুন : Union Budget 2022 বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, দেখুন একনজরে
———–
Published by Subhasish Mandal