Tuesday, December 17, 2024
HomeদেশUkraine Crisis Operation Ganga Update : ইউক্রেনে আটকে পড়া পাকিস্তানের আসমা প্রধানমন্ত্রী...

Ukraine Crisis Operation Ganga Update : ইউক্রেনে আটকে পড়া পাকিস্তানের আসমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ

ইন্ডিয়া নিউজ বাংলা

Ukraine Crisis Operation Ganga Update

অমিত গুপ্তা : যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে  ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে কেন্দ্র সরকারের জরুরী অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন গঙ্গা। ইউক্রেনে আটক পড়ুয়াদের মধ্যে ছিলেন পাকিস্তানের একজন ছাত্রী আসমা শফিক। তাঁকে উদ্ধার করা হয় অপারেশন গঙ্গার মাধ্যমে। এই কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত হয়ে উঠেছেন আসমা শফিক। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় দূতাবাসেরও প্রশংসা করেছেন।

আসমা শীঘ্রই তার পরিবারের সাথে দেখা করবেন  Ukraine Crisis Operation Ganga Update

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমান যুদ্ধের সময় প্রতিবেশী দেশ ইউক্রেনের অশান্ত এলাকা থেকে নিরাপদে সরিয়ে আনার জন্য ভারত সরকারের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন আসমা। সেই কারণেই তিনি প্রধানমন্ত্রী মোদীর ভক্ত হয়ে উঠেছেন। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসমা এখন পশ্চিম ইউক্রেন থেকে ফিরছেন এবং শিগগিরই তিনি তার পরিবারের সাথে দেখা করবেন। উল্লেখযোগ্যভাবে, পিএম মোদির নির্দেশে, অপারেশন গঙ্গার অধীনে হাজার হাজার ভারতীয় এবং অন্যান্য দেশের মানুষকে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

 বাংলাদেশের ৯ পড়ুয়াকে উদ্ধার Ukraine Crisis Operation Ganga Update

খবরে বলা হয়েছে, ভারত সরকারও ইউক্রেন থেকে বাংলাদেশের  ৯ জনকে সরিয়ে নিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি, আপনাকে ধন্যবাদ। এছাড়া অপারেশন গঙ্গার আওতায় পাকিস্তান, নেপাল, তিউনিসিয়াসহ অনেক দেশের মানুষের সহায়তায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের উপদ্রুত এলাকা থেকে উদ্ধার করেছে। সবাই ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

Ukraine Crisis Operation Ganga Update

Publish by Monirul Hossain

আর ও পড়ুন https://indianewsbangla.com/national/russia-ukraine-war-14th-day-live-update/

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular