Train accident: Assam- Bengal border ট্রেনের ধাক্কায় উল্টে গেল চারচাকা গাড়ি, উদ্ধার কাজে রেলকর্মী ও স্থানীয়রা
Golakganj Breaking
অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার: ফের ট্রেন দুর্ঘটনা ঘটলো কোচবিহারে। ট্রেনের ধাক্কায় উল্টে গেল চারচাকা গাড়ি। উদ্ধার কাজে নেমেছে রেলকর্মী ও স্থানীয়রা। অসম- বাংলা সীমানার ধুবরী জেলার গোলকগঞ্জ এ রেলগেট পারাপারের সময় প্যাসেঞ্জার ডেমু ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল চারচাকা গাড়ি, দুর্ঘটনার ফলে , দুমড়ে-মুচড়ে যাওয়ায় গাড়িটির পরিচয় জানা যায়নি। গাড়িতে দুজন যাত্রী থাকার আশঙ্কা। উদ্ধার কাজে হাত লাগিয়েছে রেলকর্মী ও স্থানীয়রা।
ঘটনাস্থলের পৌঁছচ্ছে অসম পুলিশের বিশাল বাহিনী।ঘটনার বিবরণে জানাযায়, শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ গোলকগঞ্জ রেলগেট পার হওয়ার সময় অসমের গৌরীপুর থেকে শিলিগুড়ির দিকে আশা ডেমো প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় চারচাকা গাড়ি। ওই গাড়িতে দুজন যাত্রী ছিল বলে জানা যায়। গুরুতর জখম অবস্থায় গাড়িতে আটকে থাকা দুজনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসা কেন্দ্রের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরেই লাইনে দাঁড়িয়ে পড়ে প্যাসেঞ্জার ট্রেন, ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা, চরম উত্তেজনা এলাকায়।
Published by Samyajit Ghosh