শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Threat to Assassinate PM Narendra Modi প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে বেনামে পাঠানো হল একটি ইমেল। আর এই ইমেল এসে পৌঁছল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র মুম্বই শাখায়। হুমকিতে বলা হয়েছে, ‘ষড়যন্ত্র কার্যকর হওয়া এখন সময়ের অপেক্ষা। আমি গোটা ভারতে ২০টি হামলার প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রী মোদি আমার জীবন ধ্বংস করেছেন। তাই তাঁকে হত্যা করতে ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি আমি।’
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ইমেল হুমকি পাওয়ার পরই নড়েচড়ে বসেছে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। ইমেলের আইপি অ্যাড্রেস খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। এমনকী বিস্ফোরক মজুত করার দাবি কতটা সত্য সেই বিষয়েও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। Threat to Assassinate PM Narendra Modi
ইমেলে এনআইএ-কে আরও জানানো হয়েছে, ‘এই ষড়যন্ত্র যাতে ফাঁস না হয় সেজন্য আত্মহত্যা করতেও প্রস্তুত। আমি কাউকে ছাড়ব না। দু’কোটি মানুষকে খতম করে দেব। এই কাজটি কে বা কারা করতে পারে সেই খবরও জানি। ইতিমধ্যে কয়েকজন সন্ত্রাসবাদীর সঙ্গে যোগাযোগ করে ফেলেছি আমি। এমনিতেই মানুষ মারা যাচ্ছে, এবার তারা আমার বোমায় মরবে। ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে এই কাজের জন্য ২০টি স্লিপার সেল সক্রিয় হয়ে গেছে। যদি পারো আমাকে আটকে দেখাও।’ Threat to Assassinate PM Narendra Modi
তবে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি এর আগেও দেওয়া হয়েছিল। ইসলামিক স্টেট ও আল কায়দা জঙ্গিরা স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক কষে। আবারও প্রধানমন্ত্রীকে মৃত্যুর হুমকি দেওয়ায় দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। তারা ইমেলের আইপি অ্যাড্রেস খুঁজে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Threat to Assassinate PM Narendra Modi
————
Published by Subhasish Mandal