Monday, November 25, 2024
HomeদেশThere Will Be Free Entry Of Tourists In The Taj Mahal :...

There Will Be Free Entry Of Tourists In The Taj Mahal : রবিবার থেকে বিনামূল্যে তাজমহল দর্শণের সুযোগ, সম্রাট শাহজাহান  ও মমতাজের মাটির নীচের সমাধি দর্শন করতে পারবেন

ইন্ডিয়া নিউজ বাংলা

There Will Be Free Entry Of Tourists In The Taj Mahal

নয়াদিল্লী :রবিবার থেকে পয়লা মার্চ পর্যন্ত তাজমহলে পর্যটকদের বিনামূল্যে প্রবেশে করতে পারবেন। মুঘল সম্রাট শাহজাহানের উরস তিন দিন ধরে পালিত হয়। এই সময়ে উরস উপলক্ষে এই সুযোগ দেওয়া হবে। এছাড়া এই তিন দিন পর্যটকরা তাজমহলে  সম্রাট শাহজাহান  ও মমতাজের মাটির নীচের সমাধি দর্শন করতে পারবেন।  এছাড়াও, আগামী তিন দিন তাজমহলে সানাইয়ের সুরেলা আওয়াজ শোনা যাবে। সন্ধ্যায় রয়্যাল গেটে শাহজাহানের উরসের তিনদিনেই প্রধান গম্বুজে কাওয়ালি শুনতে পারবেন।

উরস শুরু হবে গোসল অনুষ্ঠানের মাধ্যমে There Will Be Free Entry Of Tourists In The Taj Mahal

রবিবার দুপুর ২টা থেকে মূল মাজারের নীচতলায় অবস্থিত শাহজাহান ও মমতাজের সমাধিতে গোসলের মধ্য দিয়ে শুরু হবে উরস। দ্বিতীয় দিন দুপুর ২টায় চন্দন দেওয়া হবে। তৃতীয় দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে ‘চাদরপোষি’ প্রক্রিয়া।

আর ও পড়ুন : Excess ginger is bad for health আদা খাওয়া ভলো, কিন্তু অতিরিক্ত আদা আপনার ক্ষতির কারণ হতে পারে, বিস্তারিত জানুন

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular