শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Terrorist attack on a family of Policemen in Jammu and Kashmir জম্মু ও কাশ্মীরের বুদগামে ফের সন্ত্রাবাদীদের হামলা। এবার এক পুলিশ পরিবারের উপর সন্ত্রাসী হামলায় দুই ভাই নিহত হয়েছে বলে জানা গেছে।
IGP Kashmir accompanied by DIG CKR Sgr & SSP Budgam visited family of Martyr Ishfaq Ahmad & paid heartfelt condolence to the bereaved family members who lost 2 family members in terrorist attack. IGP Kashmir assured them that whole police parivaar stands with the bereaved family. pic.twitter.com/JfQJ716G56
— Kashmir Zone Police (@KashmirPolice) March 27, 2022
শনিবার সন্ধ্যায় জোরপূর্বক জঙ্গিরা পুলিশ পরিবারের বুদগামের বাড়িতে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়। এরফলে বিশেষ পুলিশ অফিসার (এসপিও) ইশফাক আহমদ দারকে হত্যা করে এবং তাঁর ভাই উমর আহমদ গুরুতরভাবে আহত হয়। আজ সকালে হাসপাতালে মারা যান উমর আহমদ। বুদগামের চাদবুগ গ্রামে দুই ভাইয়ের শেষকৃত্যে হাজার হাজার মানুষজন অংশ নেয় আজকে। পুলিশ অফিসার এবং তাঁর ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করতে দেখা যায় বহু মানুষকে। এই পরিবারের তিনজন পুলিশ বাহিনীতে কর্মরত আছেন।
Terrorist attack on a family of Policemen in Jammu and Kashmir
————
Published by Subhasish Mandal