Sunday, November 24, 2024
HomeদেশTerrorist Attack in Kashmir's Bandipora : বান্দিপোরায় সন্ত্রাসবাদী হামলা , তিন পুলিশকর্মী...

Terrorist Attack in Kashmir’s Bandipora : বান্দিপোরায় সন্ত্রাসবাদী হামলা , তিন পুলিশকর্মী আহত, একজন শহীদ হয়েছেন

ইন্ডিয়া নিউজ বাংলা

কাশ্মীর Terrorist Attack in Kashmir’s Bandipora, :  শুক্রবার বিকেলে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় পুলিশ দলকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে তিন পুলিশ সদস্য আহত এবং একজন শহীদ হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, হামলার পরপরই পুলিশ, সিআরপিএফ এবং সেনা কর্মীরা এলাকাটি ঘিরে ফেলে এবং চিরুনি তল্লাশি অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া যায়নি। হামলাকারী সন্ত্রাসীরা কাছাকাছি কোথাও লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে।

শহীদ সৈনিকের নাম জুবেহ আহমেদ শাহ Terrorist Attack in Kashmir’s Bandipora

অতর্কিত সন্ত্রাসীরা গ্রেনেড নিয়ে সেনাদের ওপর হামলা চালায়। Terrorist Attack in Kashmir’s Bandipora

প্রাপ্ত তথ্য অনুসারে, বান্দিপোরার নিশাত পার্কের কাছে সিআরপিএফ-এর একটি যৌথ দল রুটিন টহল দিচ্ছিল। অতর্কিত সন্ত্রাসীরা গ্রেনেড নিয়ে সেনাদের ওপর হামলা চালায়। জওয়ানরা পাল্টা জবাব দেওয়ার সময় জনবহুল এলাকার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই হামলায় আহত হয়েছেন চার জওয়ান। আহতদের মধ্যে একজনের কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। শহীদ সৈনিকের নাম জুবেহ আহমেদ শাহ। হামলার পরপরই নিশান পার্ক এলাকা পুরোপুরি ঘেরাও করে রাখা হয়। সেখানে পুলিশ, সেনা এবং সিআরপিএফ কর্মীরা ব্যাপক তল্লাশি শুরু করেছে।

কোনও সন্ত্রাসী সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি Terrorist Attack in Kashmir’s Bandipora

কোনও সন্ত্রাসী সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি, তবে এই কাজটি লস্কর-ই-তৈবার মুখোশধারী সংগঠন টিআরএফ-এর হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বা নিরাপত্তা বাহিনীর তরফে এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

Terrorist Attack in Kashmir’s Bandipora

আর ও পড়ুন : Rajasthan Burkha controversy : জয়পুরের বেসরকারি কলেজে ছাত্রীদের বোরখা পরে আসা নিয়ে বিতর্ক

Publish by Monirul Hossain

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular