মাত্র ৭ দিন, আর তার মধ্যেই মাথা থেকে উঠে যাচ্ছে সব চুল। পড়ে যাচ্ছে টাক! এটা একজন বা দুজনের সঙ্গে হয়েছে, এমনটা কিন্তু নয়, মহারাষ্ট্রের (Hair loss mystery) তিনটি গ্রামের অনেকে এই অদ্ভুত ঘটনার শিকার! আর এই পরিস্থিতিই উদ্বেগ বাড়িয়েছে সকলের। রাতের ঘুম ছুটেছে বাসিন্দাদের। এমতাবস্থায় গোটা ঘটনায় উদ্বিগ্ন মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরও। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই গ্রামগুলিতে পরিদর্শনের জন্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদলকেও পাঠানো হয়েছে।
নেপথ্যের কারণ
ঘটনাটি মহারাষ্ট্রের বুলধানা জেলার। এই জেলার বোরগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনা গ্রামগুলিতে ঘটনাটি ঘটেছে এবং টাক পড়ার সংখ্যা দিন দিন বাড়ছে। স্থানীয়রাদের মতে, কয়েকদিন ধরেই এই অবস্থা (Hair loss mystery) চলছে। ছেলে হোক বা মেয়ে, মাথায় টাক পড়তে সময় লাগছে মাত্র ৭ দিন! মাথাতেও ভয়ে হাত দিতে পারছেন না তাঁরা, কারণ হাত দিলেও গোছা গোছা চুল উঠে চলে আসছে।
আরও পড়ুন: Tirupati Stampede: তিরুপতির ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, দুঃখপ্রকাশ মোদীর
গণহারে মাথায় টাক পড়তে শুরু করলে সেই খবর স্থানীয় প্রশাসনের (Hair loss mystery) কাছে পৌঁছয়। প্রতিনিধিদল এসে টাকমাথা লোকজনদের মাথা, চামড়া যেমন পরীক্ষা করেন, তেমনি খতিয়ে দেখা হয় পারিপার্শ্বিক পরিস্থিতিও। আর সেখান থেকেই কয়েকটি বিষয় সামনে আসে। জানা যায়, এই টাক পড়ার পিছনে রয়েছে মূলত দূষণ এবং কৃষিতে ব্যবহৃত সারে মজুত রাসায়নিক। বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে তেমনটাই মনে করছেন।
স্বাস্থ্য দফতরের অনুমান, দূষিত জল এমন ঘটনা ঘটে থাকতে পারে, তবে পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।