ইন্ডিয়া নিউজ বাংলা
বিহার : বিহারে ছাত্রদের দাঙ্গা থামছে বলে মনে হচ্ছে না। রেলওয়ে রিক্রটমেন্ট বোর্ডের এনটিপিসি পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে দুদিন ধরে আন্দোলনরত পরিক্ষার্থীরা হিংসাত্মক আন্দোলনে পথে নামে। তারা গয়ায় একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
তদন্ত কমিটি গঠন করেছে রেল
গয়ার এসএসপি আদিত্য কুমার বলেছেন দুস্কৃতিদের ধরতে অভিযান চলছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, বিশৃঙ্খলার বিষয়ে রেলওয়ে দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে। হিংসায় জড়িত কয়েকজন পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। একজন কর্মকর্তা জানিয়েছেন দুর্বৃত্তদের ভিডিও রেকর্ড করা হয়েছে এবং তদন্তের পর অভিযুক্ত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হবে।
আরাতে যাত্রীবাহী ট্রেনে আগুন
বিক্ষোভকারীরা গতকাল বক্সার এবং বিহার শরীফে দিল্লি-হাওড়া প্রধান ট্র্যাক অবরোধ করে আলোড়ন তুলেছিল। গোন্দিয়া এক্সপ্রেস মুজাফফরপুরে থামানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও লাঠিচার্জ করতে হয় পুলিশকে। গতকাল আরাতেও উত্তেজিত পরীক্ষার্থীরা যাত্রীবাহী ট্রেনে আগুন দিয়েছে। তারা পুলিশকে লক্ষ্য করে পাথরও ছুড়ে। এ সময় বিভিন্ন স্থানে ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে থাকে। অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
আর ও পড়ুন :Weather update ফের বৃষ্টি, আবহাওয়ার বড় পূর্বাভাস