অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : Student of Tufanganj stuck in Russia কোচবিহার জেলার তুফানগঞ্জের দেওচড়াইয়ের বাসিন্দা মইনুল হোসেন ডাক্তারি পড়তে গিয়েছিলেন রাশিয়ায়। দুই দিন ধরে চলছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ। তারেই মাঝে আটকে রয়েছেন ভারতীয় ছাত্র-ছাত্রীরা। দেওচড়াইয়ের ডাক্তারি পড়ুয়া আটকে রয়েছে রাশিয়ার মস্কোতে। বাড়ির লোকের সাথে মইনুলের ফোনে কথা হয়েছে গতকাল। আজ আর কথা হয়নি বলে জানায় পরিবারের লোকজন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা।
ছেলের চিন্তায় ঘরে রান্নাবান্না প্রায় বন্ধ Student of Tufanganj stuck in Russia
এই বছরেই মইনুল হোসেনের ডাক্তারি পড়া কমপ্লিট হবে বলে জানান তাঁর বাবা। ছেলের চিন্তায় ঘরে রান্নাবান্না প্রায় বন্ধ। চিন্তায় বাড়িতে কপালে হাত দিয়ে বসে রয়েছেন মইনুলের বাবা-মা। তাঁরা সরকারের কাছে আবেদন করছে যত দ্রুত সম্ভব ছেলেকে ভাল ভাবে ভারতে নিয়ে আসুক।
Student of Tufanganj stuck in Russia
আরও পড়ুন : Student of Howrah stuck in Ukraine ইউক্রেনে আটকে মেয়ে, হাওড়ার ইছাপুরে উদ্বিগ্ন পরিবার
আরও পড়ুন : Student of Madarihat stuck in Ukraine ইউক্রেনে আটকে মাদারিহাটের মেডিক্যাল পড়ুয়া
———–
Published by Subhasish Mandal