Tuesday, November 12, 2024
Homeরাজ্যউত্তর দিনাজপুরStudent of Islampur stuck in Ukraine যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে...

Student of Islampur stuck in Ukraine যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে ইসলামপুরের ছেলে

তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Student of Islampur stuck in Ukraine ডাক্তারি পড়তে গিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামকৃষ্ণপল্লি এলাকার পাভেল দাস আটকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে।  ঘটনায় যথেষ্টই উদ্বেগের মধ্যে রয়েছে রথীন দাসের পরিবার। ভারত সরকারের কাছে এখন একটাই দাবি পরিবারের সন্তানকে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। পাভেল দাস ৩ বছর আগে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে গিয়েছিলেন। এতদিন সব ঠিকই ছিল। হঠাৎই রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ শুরু করায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এমত অবস্থায় যথেষ্টই বিব্রত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন পাভেলের পরিবার।

সর্বক্ষণ টিভির পর্দায় চোখ রেখে চলেছেন বাড়ির লোকজনেরা Student of Islampur stuck in Ukraine

সর্বক্ষণ টিভির পর্দায় চোখ রেখে চলেছেন বাড়ির লোকজনেরা। মা অনুপমা সর্বক্ষণ টিভির পর্দায় চোখ রেখে চলেছেন ও ছেলের সঙ্গে মোবাইলে কথা বলে চলেছেন। তবুও ছেলের চিন্তায় চোখের জল আর ধরে রাখতে পারছে না অনুপমা। তাঁর এখন একটাই দাবি, ছেলে যাতে ইউক্রেন থেকে তাড়াতাড়ি দেশের মাটিতে ফিরে আসে। পাভেল টেলিফোনে জানান যথেষ্টই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। যুদ্ধ শুরু হওয়ায় তাঁরা ঘরের মধ্যেই আছেন। আগামী ৭ তারিখের টিকিট কাটা হয়েছে। তবে ফিরতে পারবেন কিনা তাও অনিশ্চিত।

Student of Islampur stuck in Ukraine

আরও পড়ুন : Students of Durgapur stuck in Ukraine ইউক্রেনে আটকে দুর্গাপুরের একঝাঁক মেডিক্যাল পড়ুয়া, আশঙ্কার প্রহর গুনছে পরিবার

আরও পড়ুন : Russia-Ukraine War রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে গোবরডাঙায় মেয়ের জন্য উদ্বিগ্ন মা

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular